
“জামায়াতে ভোট দিলে ভিন্ন ধর্মাবলম্বীরাও নিরাপদ থাকবে” — পিরোজপুরে বক্তব্য শামীম সাঈদীর
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর-২ আসনের (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী দাবি করেছেন যে জামায়াত ক্ষমতায় গেলে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। তিনি বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে জামায়াতের কোনো নেতা-কর্মী হিন্দু পরিবারের ওপর আক্রমণ চালায়নি এবং দাঁড়িপাল্লায় ভোট দিলে ভিন্ন ধর্মের মানুষও নিরাপদে থাকতে পারবেন। শনিবার (২২ নভেম্বর) বিকেলে নেছারাবাদ উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে শামীম সাঈদী উল্লেখ করেন যে ইসলাম শান্তির ধর্ম এবং উগ্রতার কোনো স্থান নেই। তিনি দাবি করেন, জামায়াত পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে নারীরা নিরাপদে, মর্যাদার আবরণে থেকে দায়িত্ব পালন করে আসছেন এবং তাদের ওপর কোনো ধরনের জবরদস্তি আরোপ করা হয় না। তার ভাষায়, নারীদের প্রতি ইসলাম অসম্মান প্রদর্শনের শিক্ষা দেয় না এবং জামায়াতও নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বক্তব্যে তিনি ভোট কেনাবেচার প্রবণতার কঠোর সমালোচনা করে জানান, টাকার বিনিময়ে ভোট দিলে ভোটাররা নৈতিক দায়বদ্ধতায় পড়ে যান। তিনি মনে করেন, যারা টাকা দিয়ে ভোট কিনে, তারা ক্ষমতায় গিয়ে উন্নয়ন প্রকল্পের টাকাসহ জনগণের সম্পদ আত্মসাৎ করে। তাই জনগণকে সৎ, ন্যায় ও ইনসাফের পক্ষে থাকার আহ্বান জানান তিনি।
দেশের উন্নয়ন, সুশাসন এবং মানুষের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লায় ভোট দিতে বলেন শামীম সাঈদী। তার বক্তব্যে তিনি পুনরায় দাবি তুলে ধরেন যে জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক নিজেদের নিরাপদ মনে করবে। সমাবেশে উপস্থিত স্থানীয় নেতা-কর্মী ও নাগরিকেরা তার বক্তব্যের প্রতি সমর্থন জানান এবং নির্বাচনী প্রচারণায় আরও সক্রিয় হওয়ার ঘোষণা দেন।