
কান্তজীউ মন্দিরে বেয়াদবি আচরণের অভিযোগ—সচেতন মহলের কঠোর ব্যবস্থা দাবী।
প্রতিবেদক: দেবব্রত চ্যাটার্জি দেব
দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে ঘটে যাওয়া একটি অশোভন ঘটনার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় এলাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মন্দির প্রাঙ্গণে অনাকাঙ্ক্ষিত আচরণের একটি ভিডিও/ছবি ছড়িয়ে পড়ার পর অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এবং পবিত্র স্থানের প্রতি অসম্মানজনক আচরণ বলে মন্তব্য করেছেন।
ধর্মপ্রাণ সনাতনী সম্প্রদায়ের কয়েকজন অনুসারীর দাবি, মন্দিরের মতো ঐতিহ্যবাহী স্থানে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে মন্দির ব্যবস্থাপনা কমিটিকে আরও কঠোর নজরদারি নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন।
এ ঘটনায় এখনো কান্তজীউ মন্দির কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের প্রত্যাশা, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং প্রাসঙ্গিক পদক্ষেপ নেবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় তদন্তের আহ্বান জানিয়েছে সচেতন মহল। ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের এই মন্দিরের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সকলেরই কাম্য বলে মত দিয়েছেন স্থানীয়রা।