
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর কান্তজীউ রাসমেলায় অশ্লীল নৃত্য প্রদর্শনকারী সার্কাস বন্ধ
দেবব্রত চ্যাটার্জি দেব;
দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ রাসমেলায় নিলামের শর্ত ভঙ্গ করে সার্কাসের নামে অশ্লীল নৃত্য প্রদর্শনের অভিযোগে স্থানীয় জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও পোস্ট ভাইরাল হওয়ার পর ঘটনাটি প্রশাসনের নজরে আসে।
জানা যায়, রাসমেলায় “রওশন সার্কাস” নামে একটি প্রতিষ্ঠান মনোরঞ্জনের নামে অশালীন নৃত্য পরিবেশন করে, যা মেলার শর্তাবলি ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী।
বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে জেলা প্রশাসনের নির্দেশনায় কাহারোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ. মোকলেদা খাতুন (মীম) ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্কাসের প্যান্ডেল বন্ধসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
এ ঘটনায় সচেতন মহল প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম প্রতিরোধে কড়া নজরদারির দাবি জানিয়েছেন।