
ফরিদপুরে মন্দিরজমি নিয়ে সংঘর্ষে গ্রেপ্তার 2
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের হরিনা গ্রামে রাধা গোবিন্দ মন্দিরের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
অভিযোগ রয়েছে, গত ১৬ নভেম্বর ভোরে কয়েকশ ব্যক্তি মন্দির এলাকায় হামলা চালিয়ে মন্দির ভাঙচুর, বাড়িঘর লুটপাট ও গ্রামবাসীদের মারধর করে। এসময় অন্তত ১৫–২০ জন গুরুতর আহত হন। লুটপাট হয় প্রায় ১২ লাখ টাকার মালামাল।
পুরনো বিরোধ থেকে সংঘর্ষ
স্থানীয়দের দাবি, স্বাধীনতার আগে কেদার নাথ গোপের প্রতিষ্ঠিত রাধা গোবিন্দ মন্দিরের ৪৫ শতাংশ জমি আত্মীয় পরিচয়ে জয়দেব ঘোষ জালিয়াতি করে নিজের নামে নেয়ার চেষ্টা করেন। সম্প্রতি জমিটি বাবুল বেপারির কাছে গোপনে বিক্রি করায় উত্তেজনা চরমে পৌঁছায়।
ভয়ভীতি ও হুমকি অব্যাহত
ভুক্তভোগীদের অভিযোগ—মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। রাতে বাড়ির সামনে গিয়ে গালিগালাজ ও প্রাণনাশের হুমকিও দেয়া হচ্ছে।
নন্দ ঘোষ, সুদেব মালো, শিখা রানী মালো ও স্বপ্না ঘোষ বলেন, দীর্ঘদিন পূজা চললেও সম্প্রতি জয়দেব ঘোষ বাধা দেন। প্রতিবাদ করায় হামলার ঘটনা ঘটে। তাদের দাবি—জমি দখলের বৈধতা দিতেই এই হামলা করা হয়েছে। ঘটনাটির সিসিটিভি ফুটেজও রয়েছে।
অভিযুক্তদের অবস্থান
জয়দেব ঘোষ পলাতক রয়েছেন বলে দাবি স্থানীয়দের।
পুলিশের বক্তব্য
সদরপুর থানার ওসি সুকদেব রায় বলেন, মন্দির ভাঙচুর, লুটপাট ও হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি বাবুল বেপারি ও সুশান্ত মালোকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
তিনি জানান, গ্রাম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিবিড় পর্যবেক্ষণ চলছে।