
ঠাকুরগাঁওয়ে চলমান মামলার মধ্যেই জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপির বহিষ্কৃত নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে
ঠাকুরগাঁও প্রতিনিধি
শনিবার (২২ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি দক্ষিণ বঠিনা এলাকায় আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও হুমকি-ধামকি দিয়ে জমি জবর-দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে বিএনপির বহিষ্কৃত এক নেতাসহ তার সহযোগীদের বিরুদ্ধে।
ভুক্তভোগী কৈলাশ চন্দ্র বর্মন (৬২) জানান, দীর্ঘদিন ধরেই ওই জমিকে কেন্দ্র করে আদালতে মামলা চলমান রয়েছে। মামলার নিষ্পত্তি না হয়েও সম্প্রতি রাজনৈতিক প্রভাব খাটিয়ে একদল ব্যক্তি জোরপূর্বক তার জমি দখলের পাঁয়তারা শুরু করেছে। শনিবার সকালে আবারও তাদের পক্ষ থেকে ভয়ভীতি, হুমকি-ধামকি এবং দখলের উদ্দেশ্যে জমিতে প্রবেশের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
পরবর্তীতে নিরাপত্তাহীনতা ও হয়রানি থেকে বাঁচতে কৈলাশ চন্দ্র বর্মন সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীদের মধ্যেও উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সদর থানা পুলিশ জানায়—বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।