হিন্দুরা আসলেই বোকা!

5 days ago
VIEWS: 1826

বিএনপি’র স্থায়ী কমিটি’র সদস্য মির্জা আব্বাস (১লা অক্টবর ২০২৫)বলেছেন, ‘যারা স্বাধীনতা বিরোধী ছিলো, তখন হিন্দুদের হত্যা করেছে, তারা এখন হিন্দুদের কাছে ভোট চাইতে এসেছে, হিন্দুরা বোকা না’। না, মির্জা আব্বাস সাহেব, আপনি সঠিক বলেননি, হিন্দুরা আসলেই বোকা। অবশ্য ভাল মানুষগুলো একটু বোকা বোকা হয়?

হিন্দুরা বোকা বলেই ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলে ‘দৌড়াইয়া’ দেশে চলে আসে। ভাবে পাকিস্তানীরা গেছে, এবার তারা শান্তিতে বসবাস করবে। আরো একটু ধৈর্য্য ধরলে, ফিরে যাবোনা বললে, অনেক কিছু হতে পারতো। নুতন দেশে নুতন করে নির্যাতন শুরু নাও হতে পারতো। বোকা হিন্দু ভেবেছিলো, বিহারীরা নির্যাতন করে, বাঙ্গালী মুসলমান ভাল, নির্যাতন করবে না?

হিন্দুরা ১৯৪৬ সালে নোয়াখালী হিন্দু হত্যাযজ্ঞের কথা ভুলে গিয়েছিলো। দেশে এখন বিহারী নেই, বাঙ্গালী মুসলমান নির্যাতন করে, তাঁদের নির্যাতনে হিন্দু জনসংখ্যা ১৯.৭% থেকে কমে ৭.৯৫%। ঘরবাড়ী, ব্যবসা-বাণিজ্য সবই প্রায় গেছে। নারীরা ধর্ষিতা-লাঞ্ছিতা হচ্ছে। ধর্মান্তর চলছে। রাষ্ট্র হিন্দুদের ওপর অত্যাচার করছে। সরকার প্রধান, মন্ত্রী-উপদেষ্টা, প্রশাসন, সেনা-পুলিশ প্রায় সবাই হিন্দু বিদ্বেষী। সবাই হিন্দুদের নিয়ে মিথ্যা বলে, হুজুররা ওয়াজ করে হিন্দুদের নিয়ে!

আব্বাস সাহেব, মনে পরে কি ২০০১-২০০৬-এ কি হয়েছিলো হিন্দুদের সাথে? তখন আপনারা ক্ষমতায় ছিলেন। হিন্দুরা বোকা বলেই ২০১২-২০২৪ আওয়ামী লীগ আমলে অত্যাচারের কথা ভুলে যাচ্ছে। এখন আবার আপনারা ও আওয়ামী লীগ কি সুন্দর-সুন্দর কথা বলছেন, হিন্দুদের জন্যে কেঁদে বুক ভাসাচ্ছেন। হিন্দুরা বোকা বলেই আপনাদের বহুরূপী চরিত্র ধরতে পারছে না। ক্ষমতায় থাকলে এক রূপ, বিরোধী দলে অন্য রূপ! হিন্দুরা বোকা, তাই বুঝতে পারছে না, দিনশেষে আপনাদের সবারই একই রূপ?

হিন্দুরা বোকা, তাই দেশকে ভালবাসে। হিন্দুরা জামাতকে চেনে। হিন্দুরা বোকা বলেই বুঝতে এতদিন সময় লাগছে যে, আওয়ামী লীগ-বিএনপি-জামাত-জাপা সবই এক, সবাই হিন্দুর রক্তচোষা রাজনৈতিক দল। নুতন আমদানি এনসিপিই ওটা তো জামাতের ছোটভাই। বোকা হিন্দু এটি বুঝতে অনেক সময় নিয়েছে যে, স্বাধীনতার পর গত ৫৪ বছরে কোন রাজনৈতিক দল হিন্দুদের জন্যে কিছু করেনি।

আমার কথায় রাগ করবেন না, পারলে একটু দেখাবেন কোন দল কি করেছে? হিন্দুরা শুধু শান্তিতে থাকতে চেয়েছিলো, আপনারা সবাই মিলে তাদের জীবন এসময়কার ‘খাগড়াছড়ির’ মত ‘অশান্তিময়’ করে দিয়েছেন। মান-সন্মান নিয়ে বেঁচে থাকাই বাংলাদেশে হিন্দুদের জন্যে এখন মস্ত পাওনা হয়ে উঠেছে? ভাববেন না, হিন্দুরা বোমা মারবে না, সন্ত্রাসী হবেনা, হিন্দুরা সন্ত্রাসী হয়না।

পাকিস্তানে দুই বাংলাদেশী সন্ত্রাসী নিহত হবার খবর তো শুনেছে? ২০২৪-এ গণভবন লুট হলেও কোন হিন্দু কিন্তু লুটপাটে অংশ নেয়নি। মুক্তিযুদ্ধে কোন হিন্দু রাজকার ছিলোনা। হিন্দুর ওপর অত্যাচার করে আপনারাও যে খুব একটা ভালো আছেন তা কিন্তু নয়? প্রকৃতি আপন নিয়মে প্রতিশোধ নেয়, পাপ বাপকেও ছাড়েনা। বোকা হিন্দু আবার ধ্বংসস্তূপের মধ্যে থেকেই জেগে উঠবে, যেমন উঠেছিলো চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। কেন জানেন, কারণ হিন্দুরা সত্যের পক্ষে।

লিখেছেন-
শিতাংশু গুহ, নিউইয়র্ক।
guhas@gmail.com

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন