
ভারতীয় হাইকমিশনের আয়োজিত আন্তর্জাতিক গীতা মহোৎসবে বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের শিক্ষার্থীদের গীতাপাঠ
স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক গীতা মহোৎসব ২০২৫ উপলক্ষে গত ২৪ নভেম্বর, সোমবার বিকেল ৫টায় ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এক মহতী গীতাপাঠ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদের কর্মকর্তাবৃন্দ ও গীতা শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি বিশেষ গুরুত্ব ও ধর্মীয় আবহে পরিপূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে ছিলেন রামকৃষ্ণ আশ্রম চট্টগ্রামের মঠাধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দ জী মহারাজ।
বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি সঞ্জয় চক্রবর্তী মানিক, সাধারণ সম্পাদক অপূর্ব ধর, সংগঠনের কর্মকর্তা রাজেশ পাল, ডাঃ বিবরণ দাশসহ বাগীশিক মহানগরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে গীতা পাঠের মাধ্যমে বিশ্ব মানবতার কল্যাণ, শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। উপস্থিত অতিথিগণ আন্তর্জাতিক গীতা মহোৎসবের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং বাংলাদেশ–ভারত সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।