
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক নেতার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের জকিগঞ্জ উপজেলায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক নেতার বাড়িতে সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র মতে, মুখোশ পরা দুই অস্ত্রধারী দুর্বৃত্ত ঘরে ঢুকে প্রথমেই ডা. বিভাকর দেশমূখ্যের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। মুহূর্তের মধ্যে তারা বাড়ি তছনছ করে আলমারি, ড্রয়ারসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। এই সময় জিম্মি অবস্থায় থাকা তার স্ত্রীর কাছ থেকে ২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ ৬০ হাজার টাকা এবং ৫ ভরি রুপার অলঙ্কার লুট করে নিয়ে যায়।
ডা. বিভাকর দেশমূখ্য জানান, ঘটনার সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। হঠাৎ চিৎকার শুনে বাড়িতে ঢুকে দেখেন তার স্ত্রী ভীত-সন্ত্রস্ত অবস্থায়। তিনি আরও জানান, মুখোশধারী দুই ডাকাত ঘরে প্রবেশ করলেও বাইরে আরও কয়েকজন অবস্থান করছিল বলে তার ধারণা। পুরো ঘটনাটি ঘটতে মাত্র কয়েক মিনিট সময় লাগে।
ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। বাড়ির বিভিন্ন স্থানের আলামত সংগ্রহ করা হয় এবং আশপাশের এলাকায় খোঁজ নেওয়া হয়।
ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য জোরালো তদন্ত চলছে।”
স্থানীয় এলাকাজুড়ে এই ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সঙ্গে জড়িত হওয়ায় এটি পরিকল্পিত ডাকাতি কিনা,তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।