
তালতলীতে রাতের আঁধারে সুবাস চন্দ্রের ধান কেটে নেওয়ার অভিযোগ
HindusNews ডেস্ক :
বরগুনার তালতলী উপজেলায় ভয়াবহ এক দখল–বিবাদের ঘটনায় সুবাস চন্দ্র নামে এক কৃষকের ৬৭ শতাংশ জমির আমন ধান রাতের আঁধারে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার চার ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগে জানা যায়, তালতলীর আলী আকাব্বার ফকির, দুলাল সিকদার, মোতাহের ব্যাপারি ও নান্নু ব্যাপারি দীর্ঘদিন ধরে এই জমির উপর নিজেদের দাবি করে আসছিলেন। সোমবার গভীর রাতে তারা প্রায় ৫০–৬০ জন ভাড়াটে লোক নিয়ে জমিতে প্রবেশ করে। এ সময় ভাড়াটেরা দা, লাঠি, কাঁচি সহ দেশীয় অস্ত্র উঁচিয়ে মহড়া দিতে দিতে দ্রুততার সাথে পুরো জমির পাকা আমন ধান কেটে নেয়।
ভুক্তভোগী সুবাস চন্দ্র জানান, রাতের শব্দ শুনে তিনি জমির দিকে গেলে দেখতে পান, বিপুল সংখ্যক লোকজন অস্ত্র হাতে ধান কাটছে। তিনি বিষয়টি বাধা দিতে চাইলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার দিকে তেড়ে আসে। পরিস্থিতি মারাত্মক হয়ে উঠলে প্রাণের ভয়ে তিনি সেখান থেকে সরে এসে নিরাপদ স্থানে যান।
স্থানীয়দের দাবি, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। তবে ধান কেটে নেওয়ার মতো সংঘবদ্ধ হামলা এই এলাকায় আগে দেখা যায়নি। এতে সামগ্রিকভাবে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় সুবাস চন্দ্র তার পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।