
গাইবান্ধার পলাশবাড়ীর কোমরপুরে বৃন্দাবনপাড়া আশ্রমে দেশের বৃহত্তম শ্রীকৃষ্ণ বিগ্রহ প্রতিস্থাপন উপলক্ষে তিন দিনব্যাপী মহোৎসব
HindusNews ডেস্ক :
বাংলাদেশের সনাতন ধর্মীয় অঙ্গনে নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কোমরপুরে অবস্থিত ঐতিহ্যবাহী বৃন্দাবনপাড়া আশ্রম। দীর্ঘ প্রতীক্ষা শেষে সম্পন্ন হয়েছে দেশের সর্ববৃহৎ শ্রীকৃষ্ণ বিগ্রহ নির্মাণকাজ। এই মহামূল্যবান প্রতিস্থাপনকে কেন্দ্র করে আশ্রমে আগামী ২৭, ২৮ ও ২৯ নভেম্বর ২০২৫ তিন দিনব্যাপী মহোৎসবের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যেই কোমরপুর জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের রঙ, মন্দির-আশ্রম এলাকাজুড়ে ভক্ত-অনুরাগীদের পদচারণায় সৃষ্টি হয়েছে ভক্তিময় পরিবেশ।
মহোৎসবের প্রথম দিন ২৭ নভেম্বর, বৃহস্পতিবার দুপুর ১২টায় শুরু হবে পবিত্র শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ, যা পরিবেশন করবেন সুপরিচিত আধ্যাত্মিক ব্যক্তিত্ব শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী মহাশয়। বিকাল ৩টায় ভারতের একজন বিখ্যাত গীতাপাঠক বিশেষ গীতাপাঠ পরিবেশন করবেন। নিরাপত্তাজনিত কারণে তাঁর নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে আয়োজক কমিটি।
দ্বিতীয় দিন ২৮ নভেম্বর, শুক্রবার সকাল থেকে চলবে মঙ্গলধ্বনি, নামকীর্তন ও ভক্তিমূলক সংগীত। দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে মহা লীলা-কীর্তন, যা পরিবেশন করবেন ভারতের একজন খ্যাতিমান কীর্তনীয়া। তিনিও নিরাপত্তার স্বার্থে পরিচয় গোপন রাখতে সম্মতি জানিয়েছেন। বিকাল ৩টায় বাংলাদেশের একজন জনপ্রিয় কীর্তনশিল্পী নাম-কীর্তন পরিবেশন করে দ্বিতীয় দিনের আয়োজনকে আরও ভক্তিস্নিগ্ধ করে তুলবেন।
মহোৎসবের তৃতীয় দিন ২৯ নভেম্বর, শনিবার সারাদিনব্যাপী চলবে ধর্মসভা, ভক্তিমূলক আলোচনা, প্রার্থনা, সৎসঙ্গ এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান। একই দিনে সম্পন্ন হবে দেশের সর্ববৃহৎ শ্রীকৃষ্ণ বিগ্রহ প্রতিস্থাপনের মূল আচার, যা দেখতে ইতোমধ্যেই গাইবান্ধা, রংপুর, দিনাজপুরসহ দেশের নানা এলাকা থেকে ভক্তরা আশ্রমে আসতে শুরু করেছেন।
আয়োজক মণ্ডলী জানিয়েছে—
“বৃন্দাবনপাড়া আশ্রমে দেশের সর্ববৃহৎ শ্রীকৃষ্ণ বিগ্রহ প্রতিস্থাপন সনাতন ধর্মের ইতিহাসে এক অবিস্মরণীয় মহোৎসব হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ভক্ত-অনুরাগীদের মাঝে আধ্যাত্মিক শান্তি, ভক্তি ও প্রেমের বার্তা ছড়িয়ে দিতেই এ মহোৎসবের আয়োজন।”
এই তিন দিন কোমরপুরের বৃন্দাবনপাড়া আশ্রম রূপ নেবে এক মহাপুণ্যতীর্থে, যেখানে মিলবে হাজারো মানুষের প্রার্থনা, ভক্তি আর শ্রীকৃষ্ণ প্রেমের অনাবিল জ্যোতি।