
সীতাকুণ্ড শঙ্কর মঠের অনুষ্ঠানে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান
সীতাকুণ্ড:
সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের ব্রহ্মবিদ পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের ১৫৪তম, গীতাহিমাদ্রী পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৭তম আবির্ভাব দিবস, শ্রীশ্রীবিশ্বনাথ মন্দিরের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী, রুদ্রাভিষেক ও অখন্ড গীতাপাঠের ৪৫তম আসর উপলক্ষে সপ্তাহব্যাপী বার্ষিক অনুষ্ঠানের ৬ষ্ঠ দিন শুক্রবার সকালে রোগীদের বিনামূল্যে চক্ষু চি-কিৎসাসেবা প্রদান করা হয়েছে। চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল ও ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসক ও সহযোগীবৃন্দের মাধ্যমে লায়ন সন্তোষ কুমার নন্দী ও লায়ন দিলীপ কুমার শীলের তত্ত্বাবধানে চক্ষু পরীক্ষা, ওষুধ প্রদান ও চোখের ছানিপরী রোগীদের লেন্স সংযোজন করা হয়। মঠের অধ্যক্ষ ও কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ চক্ষুসেবা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। শঙ্কর মঠ ও মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ কান্তি ভট্টাচার্য, শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী, কর্মকর্তা সুলাল কান্তি চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত মল্লিক, সাংবাদিক রনজিত কুমার শীলসহ মঠের অন্যান্য কর্মকর্তা ও সাধু-সন্যাসীগণ এসময় উপস্থিত ছিলেন।