
হিন্দু-বৌদ্ধদের নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত
নিউজ ডেস্ক:
অতীতে বিভিন্ন রাজনৈতিক দল হিন্দু-বৌদ্ধ সম্প্রদায়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ভোটব্যাংকের অজুহাতে তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে, সহায়-সম্পত্তি দখলের ঘটনাও ঘটেছে। তবে এসব দলের বিপরীতে জামায়াতে ইসলামী ব্যতিক্রম বলে জানিয়েছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সাতকানিয়া উপজেলা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় ও নির্বাচনী প্রচারণাকালে তিনি এমন মন্তব্য করেন।
চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরীর পক্ষে প্রচারণায় অংশ নেন তিনি।
ইব্রাহিম চৌধুরী বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে হিন্দু-বৌদ্ধ জনগোষ্ঠী নিজের জন্মভূমিতে স্বাধীনভাবে ও নিরাপদে চলাফেরা করতে পারবে। একজন নাগরিক হিসেবে তারা দেশের সব অধিকার ভোগ করবে। জামায়াত এই দুই সম্প্রদায়ের পাহারাদার হিসেবে কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর নানা রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। তাদের কর্মকাণ্ড সম্পর্কে সবাই জানেন। এখন সময় এসেছে জামায়াতে ইসলামিকে পরীক্ষার। জনগণের সুচিন্তিত ভোটে যদি জামায়াত সেবার সুযোগ পায়, তবে দেশ ন্যায় ও ইনসাফের ভিত্তিতে পরিচালিত হবে—থাকবে না জাতিগত বৈষম্য বা অপরাধমূলক কর্মকাণ্ড।’