
বিশ্বকে চমকে দিল যশোরের অভ্র ঘোষ: ৪০ লক্ষ প্রতিযোগীকে পিছনে ফেলে বিশ্বের শ্রেষ্ঠ ইংরেজি হাতের লেখার স্বীকৃতি
HindusNews ডেস্ক :
বাংলাদেশের যশোর জিলা স্কুলের মেধাবী শিক্ষার্থী অভ্র ঘোষ অর্জন করলেন এক অভূতপূর্ব বিশ্বজয়। সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া প্রায় ৪০ লক্ষ প্রতিযোগীর মধ্য থেকে শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিয়ে তিনি হয়েছেন বিশ্বসেরা ইংরেজি হাতের লেখার অধিকারী—যা এশিয়ার ইতিহাসে প্রথম, আর বাংলাদেশের জন্য এক গৌরবময় অর্জন।
আন্তর্জাতিক অঙ্গনে আয়োজিত এই বিশ্ব প্রতিযোগিতায় অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, মিশর, যুক্তরাজ্যসহ বহু দেশের প্রতিযোগীরা। কঠোর মূল্যায়নের নানা ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রথম স্থান অর্জন করে অভ্র।
বিচারকদের মতে, অভ্রর লেখা শুধু নিখুঁত নয়—তাতে রয়েছে বিশেষ নান্দনিকতা, ভারসাম্য, সৃজনশীলতা এবং অতুলনীয় হাতের নিয়ন্ত্রণ। তাঁর লেখাকে তাঁরা বর্ণনা করেছেন “শৈল্পিক, পরিষ্কার ও আন্তর্জাতিক মানের সেরা স্ট্যান্ডার্ড” হিসেবে।
এই বিশ্বস্বীকৃতির পুরস্কার তিনি গ্রহণ করবেন আগামী ১লা জানুয়ারি মিশরের ঐতিহাসিক কায়রো অডিটোরিয়াম থেকে। সেখানে তাকে সংবর্ধনা জানাবেন একাধিক দেশের শিক্ষাবিদ, আন্তর্জাতিক ক্যালিগ্রাফি বিশেষজ্ঞ এবং সাংস্কৃতিক প্রতিনিধিরা।
বাংলাদেশের শিক্ষাঙ্গনে যেমন বিরাট সাড়া ফেলেছে এই অর্জন, তেমনি আন্তর্জাতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি নাম—অভ্র ঘোষ।
যশোর জিলা স্কুল কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থী হিসেবে অভ্র অত্যন্ত মনোযোগী, পরিশ্রমী এবং সৃজনশীল। ইংরেজি হাতের লেখাকে শিল্পের পর্যায়ে তুলে ধরার যে ক্ষমতা তার রয়েছে, তা সত্যিই নজিরবিহীন।
অভ্র ঘোষের এই মহিমান্বিত জয় শুধু একজন তরুণের সাফল্য নয়—এটি বাংলাদেশের তরুণ প্রজন্মের সম্ভাবনার প্রতীক।
আবারও প্রমাণ হলো, প্রতিভা লালন করা হলে বাংলাদেশ বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করতে পারে সুনামের সাথে।
বাংলার আকাশে আবারও উড়ল গৌরবের পতাকা।
অভ্র ঘোষকে HindusNews পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।