
দেবী সীতাকে নিয়ে কুরুচীপূর্ণ মন্তব্য করায় শ্রীমঙ্গলের চাঁদনী বনিক-কে মধ্যে সর্বসম্মুখে ক্ষমা চাওয়ার আলটিমেটাম সনাতনী সম্প্রদায়ের।
HindusNews ডেস্ক :
শ্রীমঙ্গলের ‘চাঁদনী ওয়াল্ড’ নামক ফেসবুক পেইজে চাঁদনী বনিক কর্তৃক প্রকাশিত একটি ভিডিওতে দেবী সীতা মাতাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়ে পড়ার পর সনাতনী সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিওটি মুহূর্তেই যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং সর্বত্র নিন্দার ঝড় বইতে থাকে।
স্থানীয় রামভক্ত ও ধর্মপ্রাণ সনাতনীরা জানান—
“দেবী সীতা মাতাকে নিয়ে এ ধরনের অবমাননাকর বক্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না। চাঁদনী বনিক যদি প্রকাশ্যে এসে নিঃশর্ত ক্ষমা না চান, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে হিন্দু সংগঠনগুলো।”
ইতোমধ্যেই শ্রীমঙ্গলের বিভিন্ন মন্দির, আশ্রম ও ধর্মীয় সংগঠনগুলোতে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো মন্তব্যের জবাব আইনের মাধ্যমেই দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস না দেখায়।
সনাতন ধর্মাবলম্বীদের দাবি—
দেবী সীতা মাতা আমাদের আদর্শ, পবিত্রতা ও ত্যাগের প্রতীক। তাঁর প্রতি অবমাননা মানেই সমগ্র সনাতন সমাজের প্রতি অবমাননা। তাই দ্রুত দুষ্কর্মের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা না হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ সনাতনী নাগরিকরাও