
নোয়াখালীতে নিখোঁজ স্কুলছাত্রী তিথির সন্ধান মিলল: প্রেমিকের সঙ্গে বিয়ের প্রস্তুতি, মেনে নিয়েছে পরিবার
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী:
নোয়াখালী থেকে গত দুই দিন আগে নিখোঁজ হওয়া নবম শ্রেণীর শিক্ষার্থী তিথি রানী মজুমদারের সন্ধান পাওয়া গেছে। জানা গেছে, তিনি স্বেচ্ছায় এক তরুণের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন এবং বর্তমানে তারা নিরাপদে আছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, তিথি রানী যে তরুণের সঙ্গে পালিয়েছিলেন, তিনি সনাতন (হিন্দু) ধর্মাবলম্বী। নিখোঁজের দুই দিন পর সর্বশেষ তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে, ছেলে এবং মেয়ে উভয়ই সুস্থ ও নিরাপদে আছেন।
সবচেয়ে স্বস্তির বিষয় হলো, উভয় পরিবার তাদের এই সম্পর্ক মেনে নিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাদের আইনি প্রক্রিয়ায় 'কোর্ট ম্যারেজ' সম্পন্ন হয়েছে এবং বর্তমানে সামাজিকভাবে বিয়ের প্রস্তুতি চলছে। নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য শুভাকাঙ্ক্ষীরা আশীর্বাদ কামনা করেছেন।
উল্লেখ্য, গত দুদিন ধরে তিথি রানীর নিখোঁজ সংবাদটি স্থানীয়ভাবে বেশ আলোচনার জন্ম দিয়েছিল, যার অবসান ঘটল এই বিয়ের খবরের মাধ্যমে।