
ইসলাম ব্যতীত কোনো ধর্মই নারীদের অধিকার দেয়নি—বাউফলে সমাবেশে ড. মাসুদ
পটুয়াখালী প্রতিনিধি,HindusNews :
পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া নারীর প্রকৃত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাঁর দাবি—“ইসলাম ব্যতীত কোনো ধর্ম বা কোনো মানব রচিত বিধান নারীদের সম্মান ও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে পারেনি।”
বৃহস্পতিবার কালাইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে স্থানীয় মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে সহস্রাধিক নারী উপস্থিত ছিলেন। বক্তব্যে ড. মাসুদ বলেন, আল্লাহর বিধানে নারী-পুরুষ, ধর্ম-বর্ণ—সকল মানুষের মাঝে সমঅধিকার প্রতিষ্ঠিত হয়; তাই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে ইসলামী রাষ্ট্রব্যবস্থা ছাড়া বিকল্প নেই। মানব রচিত আইন ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
নারী সমাজকে ‘নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী শক্তি’ হিসেবে উল্লেখ করে ড. মাসুদ আসন্ন জাতীয় নির্বাচনে “সন্ত্রাসী ও চাঁদাবাজদের বয়কট” করার আহ্বান জানান। তিনি বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন জানালে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
মহিলা সমাবেশের সভাপতিত্ব করেন কালাইয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোশাররফ হোসাইন। দলের স্থানীয় নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমাবেশের পূর্বে ড. শফিকুল ইসলাম মাসুদ কালাইয়া ইউনিয়নের রাধা মন্দিরে হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে মন্দিরের সভাপতি সুভাস মণ্ডলসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশ নেন। আলোচনা সভায় তিনি বিভিন্ন ধর্মাবলম্বীর সহাবস্থান, নিরাপত্তা ও পারস্পরিক সম্মান রক্ষা সম্পর্কেও কথা বলেন।
বাউফল উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী প্রচারণা, মতবিনিময় ও জনসংযোগ কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয়, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা অংশ নেন।