
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হিন্দু পরিবারের ওপর নৃশংস হামলা: পূর্ণিমার হাত ভেঙে, পিয়ন্তীর চোখে গুরুতর আঘাত — হামলাকারীদের নিয়মিত হুমকি অব্যাহত
HindusNews ডেস্ক :
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার অন্তর্গত চারহাজারী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে জগন্নাথ বাড়িতে এক হিন্দু পরিবারকে কেন্দ্র করে নির্মম হামলা, মারধর ও নির্যাতনের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সামান্য কাপড় তোলাকে কেন্দ্র করে শুরু হওয়া কথাকাটাকাটি মুহূর্তেই রূপ নেয় বর্বরতায়। প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ, এরপর একের পর এক এলোপাতাড়ি ঢিল— এমনই হিংস্র আচরণে এলাকা মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ উঠেছে— বিকাশ চক্রবর্তী, মনি চক্রবর্তী ও শ্রাবন্তী চক্রবর্তী মিলে পরিকল্পিতভাবে একই পরিবারের দুই নারীকে নির্মমভাবে আক্রমণ করে।
হামলায় পূর্ণিমা চক্রবর্তীর হাত ভেঙে যায় এবং মাথায় গভীর জখম হয়। পাশাপাশি পিয়ন্তী চক্রবর্তীর চোখে ও পুরো শরীরজুড়ে গুরুতর আঘাত লাগে, যার ফলে তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়ে।
এখানেই শেষ নয়— অভিযুক্তরা হামলার পরও প্রায় প্রতিদিন ভুক্তভোগীদের বাড়িতে গিয়ে বা পথঘাটে ভয়ভীতি দেখিয়ে হুমকি প্রদান করছে। তাদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা বারবার বলছে—
“এখন তো হাঁটতে পারিস, কথা বলতে পারিস… পরেরবার এতটুকুও পারবি না।”
এলাকাবাসীর মতে, এই পরিবারটি আর্থিকভাবে অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় তাদের ওপর এমন নির্যাতন আরও বাড়ছে। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন—
“গরীব বলে কি মানুষের কোনো মূল্য নেই? একজন নারীকে এভাবে বিকলাঙ্গ করে দেওয়ার অধিকার কেউ কোথায় পায়?”
চারহাজারী এলাকার সচেতন মানুষ ও মানবাধিকারকর্মীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। একইসঙ্গে আশেপাশে বসবাসকারী সকল নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে —
এমন নৃশংস অন্যায় যেন আর কোনোদিন ঘটতে না পারে, ভুক্তভোগী পরিবারটি যেন ন্যায়বিচার পায় এবং নিরাপদে জীবনযাপন করতে পারে— সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
হামলার শিকার পরিবারের সদস্যরা এখনো আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং ন্যায়বিচারের আশায় স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছেন।