
শ্রীমঙ্গলে সীতা মাতাকে নিয়ে কটুক্তির ঘটনা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান
শান্ত পাল, মৌলভীবাজার প্রতিনিধি :
শ্রীমঙ্গলে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের পত্নী সীতা মাতাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক ভিডিও প্রকাশের ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত তা শান্তিপূর্ণভাবে সমাধানের পথে এগিয়ে যায়। শ্যামল বনিকের মেয়ে চাঁদনী বণিক তার পরিচালিত ‘Chadni's World’ নামের পেজে ধর্মীয় অবমাননাকর ভিডিও প্রকাশ করলে আজ সকাল ১১টায় শ্রীমঙ্গলেশ্বরী কালী মন্দিরে জেলার বিভিন্ন সনাতনী সংগঠনের নেতারা জরুরি বৈঠকে মিলিত হন।
বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ মৌলভীবাজার, রাম নবমী উদযাপন পরিষদ মৌলভীবাজার, মৌলভীবাজার সনাতনী বৈদিক বিদ্যালয়সহ শতাধিক সনাতনী নারী-পুরুষ শ্রীমঙ্গল থানায় উপস্থিত হয়ে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ করার প্রস্তুতি নেন। তবে পরিস্থিতি ঘণীভূত হওয়ার আগেই শ্রীমঙ্গলের বিভিন্ন সনাতনী সংগঠনের প্রতিনিধি এবং অভিযুক্ত ব্যক্তির পরিবার আলোচনার টেবিলে বসেন। শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়িতে অনুষ্ঠিত এ আলোচনায় উভয়পক্ষ বিষয়টি শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করার সিদ্ধান্তে পৌঁছায়।
আলোচনার এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রকাশ্যে লিখিত ক্ষমা প্রার্থনার পোস্ট দেন এবং ভবিষ্যতে কোনো ধরনের ধর্মীয় অবমাননাকর বা বিভ্রান্তিকর মন্তব্য না করার অঙ্গীকার করেন। স্থানীয় সনাতনী নেতৃবৃন্দ এই প্রতিশ্রুতিকে গ্রহণ করেন এবং উত্তেজনা এড়ানোর স্বার্থে সামাজিক সম্প্রীতি বজায় থাকুক—এই কামনা করেন।
ঘটনার পর উপস্থিত সনাতনী সমাজ জানান, সংঘাত বা উত্তেজনার পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়া সামাজিক শান্তি, ধর্মীয় সহনশীলতা এবং সনাতন মর্যাদা রক্ষার অন্যতম দৃষ্টান্ত। এই উদ্যোগ শ্রীমঙ্গলে সম্ভাব্য অস্থিরতা দূর করে আবারও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনে।