
‘বিপদে পাশে দাঁড়ায়নি কেউ’— আক্ষেপে হিন্দু ছাত্র মহাজোট ছাড়লেন ভারপ্রাপ্ত সভাপতি জয় রাজবংশী
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের (বিধান বিহারী ও সুশান্ত চক্রবর্তী কমিটি) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জয় রাজবংশী সংগঠন থেকে পদত্যাগ করেছেন। সহযোদ্ধাদের প্রতি তীব্র ক্ষোভ ও অভিমান প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।
নিজের ভেরিফায়েড বা ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক পোস্টে জয় রাজবংশী জানান, দীর্ঘ দিন ধরে তিনি হিন্দু সম্প্রদায়ের অধিকার আদায়ে নিঃস্বার্থভাবে কাজ করেছেন। তিনি দাবি করেন, সংগঠনের কাজের জন্য তিনি কখনো কারো কাছ থেকে আর্থিক সুবিধা নেননি, বরং নিজের উপার্জিত অর্থ ব্যয় করেছেন।
পোস্টে তিনি লেখেন, ‘‘হিন্দুদের জন্য কাজ করি। ঘরের খেয়ে বনের মোষ তারাই! দুই কড়ি কারো থেকে চেয়ে নেইনি। কেউ প্রমান দেখাতে পারবে না কারো থেকে নিয়েছি। নিজের টাকায় চলি সংগঠনের পেছনেও খরচ করি।’’
পদত্যাগের কারণ হিসেবে তিনি বিপদের মুহূর্তে দলীয় সহকর্মীদের অসহযোগিতাকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, তিনি যখন বিপদে পড়েছেন, তখন তার সহযোদ্ধারা তাকে একা ফেলে চলে গেছেন। তিনি লেখেন, ‘‘আজ আমি যখন বিপদে পরেছি আমার সহযোদ্ধারা আমাকে ত্যাগ করে চলে গিয়েছে!’’ তবে দুঃসময়ে নিজের নিরাপত্তা উপেক্ষা করে পাশে থাকায় একজনের প্রতি তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
আক্ষেপ প্রকাশ করে জয় রাজবংশী বলেন, ‘‘আজ হিন্দু হিসেবে আমি লজ্জিত! এই লজ্জা নিবারনের জন্য আমার কাছে কোনো নিবারক নেই। তাই আজ এই মুহূর্ত থেকে আমি সকল প্রকার সনাতনী সংগঠন থেকে পদত্যাগ করলাম।’’
এখন থেকে তিনি একজন ‘সাধারণ সনাতনী’ হিসেবে জীবনযাপন করবেন এবং সাধারণ হিন্দুদের মতোই নির্যাতন-নিপীড়ন মেনে নেবেন বলে উল্লেখ করেন। একইসঙ্গে সাংগঠনিক বা ব্যক্তিগত কোনো কাজে তার সঙ্গে যোগাযোগ না করার অনুরোধ জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।