ঠাকুরগাঁওয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণীর ছাত্রী অপহরণ : ২ দিনেও নিখোঁজ রুপালির সন্ধান নেই

1 day ago
VIEWS: 49

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁও জেলায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে অনন্যা রানী রুপালি (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর প্রায় ১টার দিকে আখানগর হাই স্কুল থেকে কিছুটা দূরে এ ঘটনা ঘটে। অপহরণের দুই দিন পার হলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার।

পারিবারিক সূত্রে জানা গেছে, অনন্যা রানী রুপালি আখানগর হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার দিনের প্রথম পরীক্ষা শেষ করে প্রতিদিনের মতো পায়ে হেঁটে বাড়ির পথে রওনা হয়েছিল সে। স্কুল থেকে কিছুটা দূরে পৌঁছালে একটি কালো মাইক্রোবাস তার গতিরোধ করে। কয়েকজন অজ্ঞাত ব্যক্তি মুহূর্তের মধ্যেই তাকে জোর করে গাড়িতে তুলে দ্রুত সটকে পড়ে।

হঠাৎ করে মেয়ের খোঁজ না পেয়ে পরিবার প্রথমে সম্ভাব্য আত্মীয়স্বজন, পরিচিতজন ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু কোথাও তার কোনো সন্ধান মেলেনি। ধীরে ধীরে সময় গড়াতে থাকায় পরিবারের উদ্বেগ ও উৎকণ্ঠা আরও বাড়ছে।

পরিবারের পক্ষ থেকে একই দিন সন্ধ্যায় ঠাকুরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো অগ্রগতি না থাকায় উদ্বেগের মাত্রা তীব্র আকার ধারণ করেছে। নিখোঁজ রুপালির স্বজনরা আশঙ্কা প্রকাশ করে জানান—তাদের মেয়ের জীবনের নিরাপত্তা নিয়ে তারা গভীর চিন্তিত।

স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, দিনের বেলা এমনভাবে একটি স্কুলছাত্রীকে তুলে নিয়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত অপহরণকারীদের গ্রেফতার এবং রুপালিকে উদ্ধার করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

রুপালির পরিবার স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং মানবাধিকার সংগঠনগুলোর কাছে জরুরি ভিত্তিতে সহযোগিতা কামনা করেছে। তারা বলছেন—এক মুহূর্ত দেরিও মেয়েটির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

যদি কেউ অনন্যা রানী রুপালির অবস্থান বা অপহরণের বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তবে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।

যোগাযোগ: ০১৬১৫-৭৫১৮৮৮

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন