
হবিগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের প্রার্থনা ও প্রদীপ প্রজ্জ্বলন
হবিগঞ্জ প্রতিনিধি:
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় হবিগঞ্জে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (আজকের তারিখ/বার) সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ শহরের শ্রী শ্রী শনি মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এই বিশেষ প্রার্থনা ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সমবেত হয়ে অসুস্থ নেত্রীর দ্রুত আরোগ্য কামনায় ঈশ্বরের দরবারে বিশেষ প্রার্থনা জানান। এ সময় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কেবল নেত্রীর সুস্থতাই নয়, বরং মানবতার মঙ্গল এবং দেশের গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্যও প্রার্থনা করা হয়।
আয়োজকরা জানান, দেশের গণতন্ত্র ও মানবতার স্বার্থে বেগম খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি। তাঁর দ্রুত আরোগ্য কামনায় এই সামষ্টিক প্রার্থনা যেন ঈশ্বরের দরবারে কবুল হয়—এমনটাই প্রত্যাশা করেন উপস্থিত সকলে।