
ইতালিতে নৃশংস হত্যাকাণ্ডের ৭৩ দিন পর দেশে ফিরলো সাগর বালা মাদারীপুরের রাজৈরে শোকের মাতম
HindusNews ডেস্ক :
ইতালিতে সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডের ৭৩ দিন পর অবশেষে দেশে ফিরে এলো প্রবাসী সাগর বালার নিথর দেহ। শুক্রবার বিকেল ৪টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের সরু পথ দিয়ে লাশবাহী গাড়িটি ঢোকার সঙ্গে সঙ্গে কান্নার রোল পড়ে যায় পুরো এলাকায়। বাবা-মা, স্বজন, প্রতিবেশী—সবার বুকফাটা আহাজারিতে ভারী হয়ে ওঠে গ্রামের আকাশ-বাতাস।
পরিবার জানায়, প্রায় আড়াই বছর আগে ভাগ্য বদলের আশায় সাগর বালা ইতালি যান। সেখানকার পেরুজিয়ার স্পোলেটো এলাকায় একটি রেস্টুরেন্টে নিয়মিত কাজ করতেন তিনি। পরিশ্রমী ও শান্ত স্বভাবের কারণে সহকর্মীদের মধ্যেও ছিলেন প্রিয় মুখ।
কিন্তু গত ১৫ সেপ্টেম্বর থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান সাগর। পরিবার দেশে বসে উদ্বেগে দিন কাটায়, আর প্রবাসীরা খোঁজাখুঁজি চালান বিভিন্ন জায়গায়। নিখোঁজের ৮ দিন পর—২৩ সেপ্টেম্বর দুপুরে ইতালির একটি পার্কের ভেতর থেকে কালো ব্যাগে লুকানো অবস্থায় উদ্ধার হয় তার খণ্ডিত মরদেহ। পাশে পড়ে ছিল তার ব্যবহৃত বৈদ্যুতিক বাইসাইকেল। স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে।
পরিবার অভিযোগ করে জানায়, রেস্টুরেন্টে কাজ করার সময় পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা সাগরকে কুপিয়ে হত্যা করে মরদেহ পার্কে ফেলে যায়। হত্যাকাণ্ডের ধরন দেখে সকলেই ধরে নিচ্ছেন এটি ছিল অত্যন্ত নির্মম ও পূর্বপরিকল্পিত।
নিহতের বাবা কুমোদ বালা কান্নাজড়িত কণ্ঠে বলেন—
“আমি আমার ছেলের হত্যার সঠিক তদন্ত চাই। ইতালির পুলিশ সিসিটিভি ফুটেজ, প্রমাণ ও তল্লাশি—সবই করছে। কিন্তু আমার সন্তানের ন্যায়বিচার চাই যেকোনো মূল্যে।”
মা ও পরিবারের অন্যান্য সদস্যরা বারবার মূর্ছা যাচ্ছেন সন্তানের মরদেহ দেখে। গ্রামের মানুষ সাগরের প্রতি ভালোবাসা ও শোক প্রকাশ করতে ছুটে আসছেন তার বাড়িতে।
রাজৈর জুড়ে এখন শোকের আবহ। সাগর বালার মৃত্যু প্রবাসে কর্মরত হাজারো পরিবারের অস্থিরতা ও নিরাপত্তাহীনতার চিত্র আবারও সামনে তুলে ধরেছে। পরিবার, গ্রামবাসী—সকলের একটাই দাবি: সাগর বালার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত হোক।