
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঐক্য পরিষদের উদ্বেগ, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রার্থনার আয়োজন পূজা উদ্যাপন পরিষদের
ঢাকা প্রতিনিধি :
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি। গতকাল শনিবার পৃথক বিবৃতিতে সংগঠনগুলো তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করে জাতীয়ভাবে সহানুভূতির একটি বার্তা পৌঁছে দেয়।
গত রোববার শ্বাসকষ্ট বেড়ে গেলে তড়িঘড়ি করে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে তাঁর নিবিড় চিকিৎসা। বিএনপির শীর্ষ নেতাদের বরাত দিয়ে জানা গেছে, গত শুক্রবার রাতে তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়ে।
এই পরিস্থিতিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “জাতীয় স্বার্থে ও মানবিক বিবেচনায় আমরা খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি।”
অন্যদিকে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ বিবৃতিতে খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়। একই সঙ্গে তাঁর আরোগ্য কামনায় আজ রোববার বিকেল ৫টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা সভার আয়োজনের ঘোষণা দেয় সংগঠনটি।
পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও তাপস চন্দ্র পাল যৌথভাবে বিবৃতিতে স্বাক্ষর করেন।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এই প্রার্থনা সভায় বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ ভক্ত এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।