
ঐশ্বরিয়াকে বিয়ে করবেন পাকিস্তানি মুফতি, নাম রাখবেন ‘আয়েশা রাই’!
বিনোদন ডেস্ক :
ভারতীয় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে আবারো বিতর্কিত মন্তব্য করে আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানের ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আবদুল কাভি। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি প্রকাশ্যে জানান, সুযোগ মিললে তিনি ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান এবং ইসলাম ধর্মে দীক্ষিত হলে তার নাম রাখবেন ‘আয়েশা রাই’।
পডকাস্টে মুফতি কাভি দাবি করেন, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার দাম্পত্যজীবনে নানান জটিলতা চলছে—এমন খবর তিনি নাকি ‘জানেন’। সেই সূত্র ধরে তিনি বলেন,
“তাদের বিচ্ছেদ হয়ে গেলে ঐশ্বরিয়া আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবেন। আমি কখনোই চাই না তারা আলাদা হোক, তবে যদি এমনটা হয়—তাহলে তিনি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন।”
কিভাবে একজন অমুসলিম নারীকে তিনি বিয়ে করবেন—এমন প্রশ্ন করলে মুফতি কাভি জানান, ঐশ্বরিয়াকে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত করবেন। তার বক্তব্য,
“ঐশ্বরিয়ার মতো সুন্দরী যখন নিজের নাম হিসেবে ‘আয়েশা রাই’ লিখবেন, সেটা দেখলে আমার সত্যিই ভালো লাগবে।”
মুফতি আবদুল কাভি এর আগেও বিভিন্ন বিতর্কে জড়িয়ে আলোচনার শীর্ষে উঠে এসেছেন। অভিনেত্রী রাখি সাওয়ান্ত সম্পর্কেও তিনি অতীতে মন্তব্য করেছিলেন। এমনকি দাবি করেছিলেন, তার উপদেশে রাখি ইসলাম গ্রহণ করে নাম রেখেছেন ‘ফাতিমা’। রাখিকে বিয়ে করার ইচ্ছার কথাও তিনি প্রকাশ করেছিলেন।
এই নতুন মন্তব্যের পর পাকিস্তানসহ ভারতীয় সমাজমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই কাভির বক্তব্যকে ‘গিমিক’ ও ‘সস্তা জনপ্রিয়তার চেষ্টা’ বলে মনে করছেন। অন্যদিকে বলিউড ভক্তদের একটি অংশ এমন মন্তব্যকে ‘‘ব্যক্তিগত জীবনে অনধিকার চর্চা’’ হিসেবে বর্ণনা করেছেন।