
হিন্দু জুয়েলারি ব্যবসায়ী প্রাণতোষ কর্মকারকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা
HindusNews Desk :
নরসিংদীর রায়পুরা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের জুয়েলারি ব্যবসায়ী প্রাণতোষ কর্মকারকে গুলি করে হত্যার ঘটনা গভীর শোক ও উদ্বেগের জন্ম দিয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত আটটার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত প্রাণতোষ কর্মকার দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে এবং স্থানীয় নতুন বাজারে দীর্ঘদিন ধরে জুয়েলারির ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।
পরিবারের সদস্যরা জানান, রাতের দিকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি দোকান ও লেনদেনের কথা বলে প্রাণতোষকে বাইরে ডাকতে আসে। পরিবারের লোকজন সন্দেহ হওয়ায় তাকে বের না হতে অনুরোধ করেন, কিন্তু দুর্বৃত্তরা কৌশলে তাকে বাড়ির বাইরে নিয়ে যায়। বিদ্যালয়ের মাঠে নেওয়ার কয়েক মিনিট পরই তাদের গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা দেখতে পান প্রাণতোষ মাটিতে লুটিয়ে পড়ে আছে এবং তার বুকে গুলির চিহ্ন। দ্রুত তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা নরসিংদী সদর হাসপাতালে পাঠান, কিন্তু সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন পরিচিত ও নিরীহ হিন্দু ব্যবসায়ীকে এভাবে ডেকে নিয়ে হত্যার ঘটনায় গ্রামজুড়ে শোকের পাশাপাশি অস্বস্তি কাজ করছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে তার স্ত্রী, সন্তানসহ গোটা পরিবার নিদারুণ অসহায় অবস্থায় পড়ে গেছে। স্থানীয়রা ঘাতকদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি তুলেছেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানিয়েছেন, কে বা কারা এবং কোন কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। পুলিশ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে এলাকাজুড়ে নজরদারি ও তথ্য সংগ্রহ শুরু হয়েছে।