

ঐক্য পরিষদ নেতা অ্যাডভোকেট প্রদীপ চৌধুরীকে চট্টগ্রামে আটক : মুক্তির দাবি কেন্দ্রীয় কমিটির
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনাসভা থেকে ফেরার পরপরই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরীকে আটক করেছে পুলিশ। ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি।
জানা যায় গতকাল মঙ্গলবার বিকেলে জে এম সেন হলে অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণের পর অ্যাডভোকেট প্রদীপ চৌধুরী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। হলের ফটক অতিক্রম করতেই একদল পুলিশ তাকে ঘিরে ধরে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি এত দ্রুত ঘটানো হয় যে সঙ্গে থাকা অন্য সদস্যরা প্রতিবাদ করার সুযোগই পাননি।
পরে জানা যায়, তাকে নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে। রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত থানা কর্তৃপক্ষ অ্যাডভোকেট প্রদীপ চৌধুরীকে কেন আটক করা হয়েছে— সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি বলে অভিযোগ করেছে ঐক্য পরিষদ।
এদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি এক জরুরি বিবৃতিতে ঘটনাটিকে “নির্বিচার ও অস্বাভাবিক” বলে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, একজন প্রবীণ আইনজীবী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্বদানকারী ব্যক্তিত্বকে এভাবে অনুষ্ঠানস্থল থেকে ফেরার পথে আটক করা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।
ঐক্য পরিষদের নেতারা মনে করছেন, কোনো কারণ না জানিয়ে একজন আইনজীবী ও সংগঠনের দায়িত্বশীল নেতাকে আটক করা প্রশ্ন তোলে আইনের শাসন ও নাগরিক অধিকারের নিরাপত্তা নিয়ে। সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ প্রেস বিবৃতিতে বলেন, “এই ধরনের ঘটনা শুধু উদ্বেগই নয়, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা সম্পর্কে নতুন করে প্রশ্নের জন্ম দেয়। আমরা অবিলম্বে অ্যাডভোকেট প্রদীপ চৌধুরীর মুক্তি দাবি করছি।”
ঘটনার পর অ্যাডভোকেট প্রদীপ চৌধুরীর সহকর্মী আইনজীবীরা কোর্ট এলাকায় ও সংগঠনের নেতারা চট্টগ্রামে থানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার আটক–সংক্রান্ত কোনো অভিযোগ, মামলা বা আইনানুগ প্রক্রিয়ার তথ্য পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।