
খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করায় মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি
HindusNews ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার খবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে উদ্বেগ প্রকাশ করেছেন ও দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন, তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।
সোমবার (১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মোদি লেখেন, “বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে গভীরভাবে উদ্বিগ্ন। তার দ্রুত আরোগ্যের জন্য আন্তরিক প্রার্থনা ও শুভ কামনা রইল। বাংলাদেশের জন্য আমরা সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”
ভারতীয় প্রধানমন্ত্রীর এই বার্তা প্রকাশ্যে আসতেই বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়। মঙ্গলবার (২ ডিসেম্বর) দলের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বলা হয়—
“বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রতি উদ্বেগ প্রকাশ এবং তার দ্রুত আরোগ্য কামনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে বিএনপি। তাঁর এই সদিচ্ছা ও সহায়তা প্রদানের প্রস্তুতি বাংলাদেশের মানুষ ও বিএনপি উভয়ের কাছেই সমাদৃত।”
২৩ নভেম্বর সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ নেতৃবৃন্দ জানিয়ে আসছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রস্তুতিও পরিবার ও দলের পক্ষ থেকে রয়েছে।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার দুই দেশের সম্পর্কের জটিল প্রেক্ষাপটে মোদির এই বার্তা শুধু মানবিকতা নয়—এটি কূটনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। অন্যদিকে বিএনপি মনে করছে, খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে আন্তর্জাতিক মহলের সমর্থন ও সহানুভূতি তাদের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে।
পরিস্থিতি নজরে রেখেছে জাতির বিভিন্ন মহল। দেশব্যাপী বিএনপি নেতাকর্মীরাও চেয়ারপারসনের আরোগ্য কামনায় দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন করছেন।