কিশোরগঞ্জের বড়বাজার থেকে নিখোঁজ স্বর্ণকার সৌরভ চক্রবর্তী : এক সপ্তাহেও সন্ধান নেই, শোকে ভেঙে পড়েছে পরিবার

5 days ago
VIEWS: 126

HindusNews ডেস্ক :

কিশোরগঞ্জ সদর উপজেলার বড়বাজার এলাকা থেকে গত ২২ নভেম্বর সন্ধ্যার পর থেকে নিখোঁজ রয়েছেন তরুণ স্বর্ণকার সৌরভ চক্রবর্তী। মাত্র ২২ বছর বয়সী এই যুবক দীর্ঘ চার বছর ধরে বড়বাজারের “জহুরা জুয়েলার্স”-এ মণিকার হিসেবে সুনামের সাথে কাজ করছিলেন। প্রতিদিনের মতো সেদিনও কাজে ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু সন্ধ্যার আগে-পরে দোকানে ওস্তাদের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হলে অভিমান করে দোকান থেকে বের হয়ে যান সৌরভ। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। তার ফোনও বন্ধ পাওয়া যায়।

বাড়ির লোকজন রাতেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু কোনো সন্ধান মেলেনি। পরে পরিবারটি দোকান মালিককে জানানোর পাশাপাশি পুলিশকেও খবর দেয়। ঘটনাটি রহস্যজনক হওয়ায় জহুরা জুয়েলার্স কর্তৃপক্ষ কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

নিখোঁজ সৌরভ কিশোরগঞ্জের নিকলী উপজেলার রোদার পুড্ডা গ্রামের মৃত সনজিত চক্রবর্তীর ছোট ছেলে। বাবা মারা যাওয়ার পর সংসারের ভার প্রায় পুরোপুরি তার ওপরেই ছিল। বিধবা মা নমিতা চক্রবর্তী, বড় ভাই সুব্রত চক্রবর্তী এবং অসুস্থ দাদী—এই ছোট পরিবারের একমাত্র ভরসা ছিলেন সৌরভ। তার নিখোঁজের খবর গ্রামে ছড়িয়ে পড়তেই চারদিকে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যদের কান্না থামছে না। মা নমিতা চক্রবর্তী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেটা কোথায় গেল? যেখানেই থাকো বাবা, একবার ফোন করো। শুধু ফিরে এসো, আমরা তোমার অপেক্ষায় আছি।”

সৌরভের দাদী নাতির অনিশ্চিত অবস্থার দুশ্চিন্তায় বিছানায় পড়েছেন। পুরো পরিবার যেন অন্ধকারে হারিয়ে গেছে। বড় ভাই সুব্রত চক্রবর্তী দিশেহারা হয়ে কিশোরগঞ্জ শহর, রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন জায়গায় ছুটছেন, কিন্তু কোনো তথ্য মিলছে না।

এদিকে কিশোরগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন যে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে দ্রুত একটি অগ্রগতি আসবে।

স্থানীয় মানুষ ও স্বজনরা বলছেন, সামান্য অভিমান কখনো এমন পরিণতি ডেকে আনতে পারে না। যদি সৌরভ নিজেই কোথাও সরে গিয়ে থাকেন, তবে যেন দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করেন—এটাই সবার আকুতি। আর যদি অন্য কোনো কারণ থাকে, তবে রহস্য উদ্‌ঘাটনে পুলিশকে দ্রুত আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বজনরা।

সহৃদয় মানুষদের প্রতি বিশেষ অনুরোধ— কেউ যদি সৌরভ চক্রবর্তীর অবস্থান সম্পর্কে কিছু জানেন, যদি তাকে কোথাও দেখে থাকেন, তবে দয়া করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করুন। একটি ছোট তথ্য, একটি ফোনকল হয়তো এই অসহায় পরিবারকে তাদের ছেলেকে ফিরিয়ে দিতে পারে। যোগাযোগের নম্বর: ০১৭১৯৩৪১৯৭৭ (সুব্রত চক্রবর্তী, সৌরভের বড় ভাই)।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন