
মিরসরাইয়ের করেরহাটে বসতঘরে দুর্ধর্ষ চুরি, এলাকাবাসীর তৎপরতায় চোরচক্রের পলায়ন
নিজস্ব প্রতিবেদক, মিরসরাই (চট্টগ্রাম):
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নে একটি বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের বনিক পাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছত্তরুয়া গ্রামের বাসিন্দা বাবু দীপক বনিক ও বাবু বাবুল বনিকের বসতঘরে কেউ না থাকার সুযোগ নেয় সংঘবদ্ধ চোরের দল। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের বেড়া ও দরজার লক কেটে ভেতরে প্রবেশের চেষ্টা চালায় এবং চুরির কার্যক্রম শুরু করে।
এসময় ঘরের ভেতর ও বাইরে সন্দেহজনক শব্দ শুনে আশেপাশের লোকজন ও প্রতিবেশীরা বিষয়টি টের পান। এলাকাবাসীর উপস্থিতি ও তৎপরতা আঁচ করতে পেরে চোরের দল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চোর-আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং চুরি-ডাকাতি প্রতিরোধে সবাইকে নিজস্ব অবস্থান থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এলাকায় নিরাপত্তা জোরদার ও পাহারার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।