
সনাতনী পরিবারকে জড়িয়ে অপপ্রচার — পূজা উদযাপন পরিষদের তীব্র নিন্দা
চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভৌমিকপাড়ায় একটি ছোট ব্রিজ ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে প্রবাসী পূজন দে ও তার পরিবারকে উদ্দেশ্যমূলকভাবে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। ঘটনাটিকে ‘পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক’ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে সীতাকুণ্ড উপজেলা পূজা উদ্যাপন পরিষদ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভৌমিকপাড়ার এক সনাতনী নারী—যার কোনো স্বামী বা সন্তান নেই—তার যাতায়াতের সুবিধার্থে স্থানীয় উদ্যোগে প্রায় ৭০ হাজার টাকা ব্যয়ে একটি ছোট ব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু গত ২৯ নভেম্বর রাত ১টার দিকে দুর্বৃত্তরা ব্রিজটি ভাঙচুর করে পালিয়ে যায়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল ফেক আইডি ও অনলাইন পেজ ব্যবহার করে প্রবাসী পূজন দে ও তার পরিবারকে উদ্দেশ্যমূলকভাবে ইস্যুটি ঘিরে অপপ্রচারে জড়ায়।
বিদেশে অবস্থানরত পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও প্রবাসী পূজন দে HindusNews-কে বলেন—
“আমি ও আমার ভাই প্রবন দে বর্তমানে বিদেশে অবস্থান করছি। অসুস্থ বাবাকে নিয়ে আমাদের পরিবার গুরুতর সমস্যার মধ্যে আছে। এরই সুযোগে একটি কুচক্রী মহল আমাদের নাম ব্যবহার করে মিথ্যা সংবাদ পরিবেশন করছে। যারা রাতে ব্রিজটি ভেঙেছে—তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাই। পরিকল্পিত অপপ্রচারের আমি তীব্র নিন্দা জানাই।”
এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু কনক HindusNews-কে বলেন—
“প্রবাসী পূজন দে-কে জড়িয়ে যেসব ভুয়া সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে—তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও নিন্দনীয়। আমাদের কমিটি এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছে। প্রকৃত ঘটনা আড়াল করতে একটি মহল সচেতনভাবে অপপ্রচার চালাচ্ছে।”
স্থানীয় জনগণ মনে করছেন, ব্রিজ ভাঙচুরের পেছনে যে দুর্বৃত্ত দল রয়েছে, তাদের চিহ্নিত না করে নিরীহ মানুষের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তারা ব্রিজ ভাঙচুরের ঘটনাটি সুষ্ঠু তদন্তের আওতায় এনে দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।