
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজয়–২৪ হলে সনাতনী শিক্ষার্থীদের অজান্তে ডালে গরুর বট মেশানোর অভিযোগ! জবাবদিহি দাবি
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজয়–২৪ হলে সনাতনী শিক্ষার্থীদের অজান্তে বুটের ডালে গরুর বট মেশানো হয়েছে—এমন গুরুতর অভিযোগ তুলেছেন মার্কেটিং বিভাগের ২০২২–২৩ সেশনের শিক্ষার্থী সবুজ চন্দ্র সরকার। ঘটনাটি ঘটেছে ২৮ নভেম্বর ২০২৫ তারিখে, যখন হলে ৭০ টাকার মিল পরিবেশন করা হয়।
সবুজ সরকারের ভাষ্য অনুযায়ী, সেদিনের মেনুতে ছিল পোলাও, মুরগির মাংস, গরুর মাংস ও বুটের ডাল। কিন্তু খাওয়ার আগেই তার বন্ধু জুবায়ের জানায় যে ডালে গরুর বট ব্যবহার করা হয়েছে। সন্দেহ দূর করতে সবুজ পাশে থাকা আরও এক শিক্ষার্থী ও পরে ডাইনিং কর্মীদের একজনকে জিজ্ঞেস করেন। তারাও একই তথ্য জানান বলে দাবি করেন সবুজ।
পরবর্তীতে বিষয়টি ডাইনিং ইনচার্জকে জিজ্ঞেস করলে তিনিও ডালে গরুর বট ব্যবহারের কথা স্বীকার করেন বলে জানান অভিযোগকারী সবুজ চন্দ্র সরকার। তিনি আরও বলেন, “অনেক সনাতনী শিক্ষার্থী নিয়মিত বিজয়–২৪ হলে খাবার খায়। না জেনে হয়তো অনেকে ডালের সাথে ওই মাংস খেয়ে ফেলেছে। এটি অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বহীন আচরণ।”
সবুজ বলেন, সনাতনী শিক্ষার্থীদের ধর্মীয় সংবেদনশীলতার বিষয়টি জেনেও কেন এমন করা হলো, তার জবাবদিহি হওয়া জরুরি। তিনি এটিকে অপরাধমূলক কাজ উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর ব্যবস্থা ও ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটার নিশ্চয়তার দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সাধারণ সনাতনী শিক্ষার্থীদের দাবি, এমন সংবেদনশীল ঘটনার ক্ষেত্রে তদন্ত এবং প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি, যাতে সবাই নিরাপদ ও সম্মানজনক পরিবেশে হলে খাবার গ্রহণ করতে পারেন।