
সুবর্ণচরে শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারীর সঙ্গে হিন্দু যুব পরিষদের সৌজন্য সাক্ষাৎ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা কেন্দ্রীয় মহাশ্মশানে শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী মহারাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ হিন্দু যুব পরিষদ সুবর্ণচর উপজেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার অনুষ্ঠিত এই সাক্ষাতে এলাকার সামাজিক ও ধর্মীয় কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা হিন্দু যুব পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হৃদয় সাহা ও সাধারণ সম্পাদক অনতু রায়। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সুজন সাহা এবং সদস্য লিটন কাহার।
নেতৃবৃন্দ জানান, তারা মহারাজের সঙ্গে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এ সময় তারা শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী মহারাজের আশীর্বাদ গ্রহণ করেন।
সাক্ষাৎ শেষে যুব পরিষদের নেতারা আগামী দিনে ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং সামাজিক সেবামূলক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।