
গোপালপুরে ডুবাইল কালীবাড়ি মন্দিরের নতুন কমিটি গঠন: সভাপতি অভিজিৎ, সম্পাদক বিশ্বজিৎ
দেবরাজ ঘটক, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ঐতিহ্যবাহী ডুবাইল কালীবাড়ি শ্রীশ্রী আদ্যাশক্তি কালী মন্দিরের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অভিজিৎ দে নিন্টুকে সভাপতি ও সহ-সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ আইনজীবী ও উপদেষ্টা এডভোকেট গোবিন্দ চন্দ্র ঘটক।
সাত গ্রামের সনাতনী হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উপাসনালয়ে আয়োজিত সভায় সাবেক কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় ভক্তবৃন্দের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তারা জানান, প্রাচীনকাল থেকেই এই মন্দিরটি অত্র এলাকার মানুষের শ্রদ্ধা ও ভক্তির কেন্দ্রবিন্দু।
নবগঠিত কমিটির সভাপতি অভিজিৎ দে নিন্টু ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী তাঁদের বক্তব্যে বলেন, "সকলের আস্থা ও বিশ্বাস নিয়ে আমরা মন্দিরের উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে চাই। হিংসা-বিভেদ ভুলে সকলে ঐক্যবদ্ধ থাকলে এবং সহযোগিতা করলে আমরা এই মন্দিরের সংস্কারসহ অবকাঠামোগত সার্বিক উন্নয়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবো।"
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ১৩ জানুয়ারি (২৮ পৌষ) রোজ মঙ্গলবার মন্দিরে বাৎসরিক কালীপূজা ও রাতে হরিরাম সংকীর্ত্তণের আয়োজন করা হবে।
নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি:
সভায় ঘোষিত কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন—
সিনিয়র সহ-সভাপতি: প্রলয় কুন্ডু, সহ-সভাপতি: শ্রীকৃষ্ণ দেবনাথ, এডভোকেট জীতেন্দ্র চন্দ্র শীল, প্রদীপ্ত কৃষ্ণ ঘটক রতন ও খোকন চন্দ্র পাল।
সহ-সাধারণ সম্পাদক: আনন্দ আর্য্য, রতন চন্দ্র পাল, প্রনব কুমার পাল (রিপন), নীলকমল মন্ডল ও দেবরাজ ঘটক (শান্ত)।
সাংগঠনিক সম্পাদক: প্রহ্লাদ চন্দ্র আর্য্য, সহ-সাংগঠনিক সম্পাদক: বিমল চন্দ্র রায় ও সঞ্জিত পাল (ছোটন)।
কোষাধ্যক্ষ: ঝিনুক আর্য্য, সহ-কোষাধ্যক্ষ: বিপ্লব সরকার, গৌর দেবনাথ ও অমল চন্দ্র আর্য্য।
এছাড়াও দপ্তর সম্পাদক ভক্ত চন্দ্র পাল, সমাজ কল্যাণ সম্পাদক সুমন দেবনাথ, তথ্য ও গবেষণা সম্পাদক ভজন চন্দ্র সেন, ধর্ম বিষয়ক সম্পাদক রবীন্দ্র চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক অখিল সরকার, মহিলা বিষয়ক সম্পাদক মুক্তি ঘটক এবং প্রচার সম্পাদক হিসেবে বাপন চন্দ্র আর্য্য মনোনীত হয়েছেন।
কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে অতুল চন্দ্র শীল, সুধীন্দ্র চন্দ শ্যামল, অনিল সরকারসহ ৪০ জন সদস্য এবং এডভোকেট গোবিন্দ চন্দ্র ঘটক, চিত্ত রঞ্জন সাহাসহ ২৬ জন বিশিষ্ট ব্যক্তিকে উপদেষ্টা মন্ডলীতে রাখা হয়েছে।