
হুবহু যেন জীবন্ত আদিযোগী! কর্ণাটকের স্কুল পড়ুয়ার অভিনব সাজে তোলপাড় নেটদুনিয়া
আন্তর্জাতিক ডেস্ক :
স্কুলের অভিনব পোশাক প্রতিযোগিতা বা 'ফ্যান্সি ড্রেস কম্পিটিশন'-এ সচরাচর যা দেখা যায়, সৃজনশীলতার সেই গণ্ডি পার করে গেল কর্ণাটকের এক খুদে পড়ুয়া। প্রথম যোগী বা 'আদিযোগী শিব'-এর রূপে সেজে এই শিশুটি এখন সোশ্যাল মিডিয়া সেনসেশন। তার এই অসাধারণ এবং অনন্য সাজসজ্জা কেবল বিচারকদের নয়, বরং বিশ্বজুড়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
জানা গেছে, কোয়েম্বাটুরের ইশা যোগ কেন্দ্রে অবস্থিত আদিযোগীর বিশাল মূর্তির আদলে শিশুটিকে সাজানো হয়েছিল। এই প্রস্তুতির বহর এবং সৃজনশীলতা ছিল চোখে পড়ার মতো। ছাত্রটির সারা শরীরে গাঢ়, আধ্যাত্মিক রঙের বডি পেইন্ট করা হয়, যা আদিযোগীর গায়ের রঙের প্রতীক। সৃজনশীলতা এখানেই থেমে থাকেনি; তাকে একটি পাহাড়ের প্রতিকৃতি বা সেটের সামনে বসানো হয়েছিল, যার ঠিক উপরে শোভা পাচ্ছিল এক ফালি চাঁদ। সব মিলিয়ে দৃশ্যটি যেন পৌরাণিক কাহিনিকে বাস্তবে রূপ দিয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার হতেই তা ঝড়ের বেগে ভাইরাল হয়। নেটিজেনরা শিশুটির ধৈর্য, নিষ্ঠা এবং মেকআপ আর্টিস্টের নিখুঁত কাজের ভূয়সী প্রশংসা করছেন। স্কুল স্তরের একটি প্রতিযোগিতায় ভারতীয় পৌরাণিক কাহিনি ও সংস্কৃতির এমন গভীর বোধগম্যতা ও উপস্থাপন সত্যিই বিরল বলে মনে করছেন অনেকে।