
আজিমনগর বটতলা কালী মন্দিরে দানবাক্স চুরি!
আজিমনগর প্রতিনিধি :
আজিমনগর বটতলা সার্বজনীন কালী মন্দিরে গভীর রাতে ঘটে গেছে চাঞ্চল্যকর একটি ঘটনা। অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরের স্টিলের তৈরি দানবাক্স কেটে নিয়ে গেছে। ভোরে পূজারী ও স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে এলাকায় চরম হতাশা ও ক্ষোভের সঞ্চার হয়।
মন্দির কর্তৃপক্ষ জানান, দানবাক্স ভাঙতে অপরাধীরা স্টিল কাটার বিশেষ যন্ত্র ব্যবহার করেছে, যা পরিকল্পিত অপরাধের ইঙ্গিত দেয়। মন্দিরের নিরাপত্তা ভেঙে এ ধরনের দুঃসাহসিক কর্মকাণ্ড ঘটানো ধর্মীয় সম্পদের প্রতি ভয়াবহ অবমাননার শামিল বলে মন্তব্য করেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, পবিত্র উপাসনালয়ের দানবাক্সে সাধারণ মানুষের সৎ উদ্দেশ্য, ভক্তির মনোভাব ও ধর্মীয় আবেগের প্রতিফলন থাকে। সেই দানবাক্স চুরি করা কেবল অর্থ লুট নয়—এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের স্পষ্ট উদাহরণ। এলাকাবাসীর ভাষায়, “যাদের পবিত্র স্থানের প্রতি শ্রদ্ধা নেই, তারা সমাজের জন্য বোঝা ছাড়া কিছু নয়।”
মন্দির কমিটির সভাপতি বলেন, “এ ঘটনা শুধু চুরিই নয়—এটি আমাদের বিশ্বাস, ধর্মীয় স্বাধীনতা ও উপাসনালয়ের পবিত্রতাকে কলুষিত করার চেষ্টা।” তিনি দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এলাকাবাসী জানান, সম্প্রতি অঞ্চলে ছোটখাটো চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। তারা আশঙ্কা করছেন, এই চুরির পেছনে কোনো সংগঠিত চক্র থাকতে পারে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরাও ঘটনার নিন্দা জানিয়ে রাতের নিরাপত্তা জোরদার, সিসিটিভি স্থাপন ও নিয়মিত টহলের দাবিতে একত্র হচ্ছেন।
মন্দির কর্তৃপক্ষ ও ভক্তদের দাবি—এ ঘটনার দ্রুত বিচার না হলে ভবিষ্যতে এমন পবিত্র স্থানের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে।