লাইভ শোতে চরম ঔদ্ধত্য: নিজেকে ‘ভগবান’ দাবি করে উপস্থাপিকাকে শাসালেন জামায়ত নেতা

3 days ago
VIEWS: 85

স্টাফ রিপোর্টার:

জাতীয় টেলিভিশনের পর্দায় নজিরবিহীন ঔদ্ধত্য ও শিষ্টাচারবর্জিত আচরণের এক জঘন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জামায়াতে ইসলামীর নেতা ও আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির। যমুনা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘রাজনীতি’-তে মেজাজ হারিয়ে তিনি নিজেকে ‘ভগবান’ বা সৃষ্টিকর্তার সাথে তুলনা করে বসেন এবং উপস্থাপিকার ওপর চড়াও হন। তার এমন দম্ভোক্তি ও আক্রমণাত্মক শরীরী ভাষায় হতবাক হয়েছেন সচেতন মহল।

ঘটনার সূত্রপাত হয় যখন উপস্থাপিকা রোকসানা আনজুমান নিকোল বিজয়ের মাসে বঙ্গবন্ধুকে নিয়ে করা শাহরিয়ার কবিরের একটি বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানান। কোনো যৌক্তিক বা রাজনৈতিক ব্যাখ্যা না দিয়ে তিনি মুহূর্তেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। লাইভ চলাকালীন তিনি নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে যান এবং উপস্থাপিকার দিকে আঙুল উঁচিয়ে ধমকের সুরে কথা বলতে শুরু করেন।

স্টুডিওর নিয়ম ও ভদ্রতার তোয়াক্কা না করে ব্যারিস্টার শাহরিয়ার কবির দম্ভভরে বলেন, “আমরা আমন্ত্রিত অতিথি, অতিথি মানে হচ্ছে ভগবান। ভগবানকে আপনার সম্মান করতে হবে।”

একজন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতার মুখে নিজেকে ‘ভগবান’ দাবি করা এবং সেই অজুহাতে অন্ধের মতো সম্মান দাবি করাকে অনেকেই ‘চরম অহমিকা’ ও ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ শামিল বলে মনে করছেন। তিনি এখানেই থামেননি, উপস্থাপিকাকে হেয় করে ইংরেজিতে চিৎকার করে বলেন, “আই এম নট ইওর স্লেভ (আমি আপনার গোলাম নই)।”

উপস্থাপিকা বারবার তাকে শান্ত হওয়ার এবং ভদ্রতা বজায় রেখে কথা বলার অনুরোধ জানালেও, তিনি তা কানে তোলেননি। উল্টো তিনি দাবি করেন, অনুষ্ঠানটি উপস্থাপিকার নয়। তার এমন উগ্র আচরণে স্টুডিওর পরিবেশ বিষিয়ে ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই তীব্র নিন্দার ঝড় বইছে। নেটিজেনরা বলছেন, ভিন্নমত থাকতেই পারে, কিন্তু একজন নারী উপস্থাপিকার সামনে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে এমন ভয়ভীতি প্রদর্শন এবং নিজেকে ‘ভগবান’ দাবি করে সম্মান ভিক্ষা করা কোনো সুস্থ মানসিকতার পরিচয় হতে পারে না। এই ঘটনাকে তারা রাজনৈতিক শিষ্টাচারের চূড়ান্ত অবক্ষয় হিসেবে দেখছেন।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন