বাগমারায় বিশ্বশান্তি কামনায় গীতা পাঠ ও হোম যজ্ঞ: স্বেচ্ছাসেবকের ভূমিকায় হিন্দু মহাসংঘ

3 days ago
VIEWS: 47

নয়ন চন্দ্র শীল,কুমিল্লা :
কুমিল্লার বাগমারা অশ্বথতলায় বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় শ্রী শ্রী গীতা পাঠ ও হোম যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে বাংলাদেশ হিন্দু মহাসংঘ, কুমিল্লা জেলা শাখা এবং বিভিন্ন উপজেলার সদস্যবৃন্দ।

আয়োজকরা জানান, বিশ্বশান্তি, মানবকল্যাণ ও সর্বজীবের মঙ্গল কামনায় এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে গীতা পাঠ, হোম যজ্ঞ এবং বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্ত, সনাতনী ধর্মাবলম্বী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা এক মহামিলনে পরিণত হয়।

এদিন অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলা ও আগত ভক্তদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ হিন্দু মহাসংঘের স্বেচ্ছাসেবকরা প্রশংসনীয় ভূমিকা রাখেন। কুমিল্লা জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত মহাসংঘের সদস্যরা তাদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সহায়তা করেন।

ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ মনে করেন, এ ধরনের কার্যক্রম সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতার চর্চা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভক্তদের সমাগম এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকাটি মুখরিত হয়ে ওঠে।



to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন