
ফরিদপুরে মাছ কিনতে যাওয়ার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, টাকা লুট
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মাছ কিনতে যাওয়ার পথে উৎপল সরকার (৩৫) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ডাকাতদল। এ সময় তার কাছে থাকা টাকা লুট করে নিয়ে যায় তারা।
শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া এলাকার কালীতলা ব্রিজসংলগ্ন স্থানে এই নৃশংস ঘটনা ঘটে।
নিহত উৎপল সরকার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় সরকারের ছেলে। তিনি স্ত্রী ও আড়াই বছরের এক পুত্র সন্তানের জনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোরেও উৎপল সরকার ব্যাটারিচালিত একটি ভ্যানে করে গোপালগঞ্জের মকসুদপুরে মাছ কিনতে যাচ্ছিলেন। পথে গৌরদিয়া এলাকার কালীতলা ব্রিজের কাছে পৌঁছালে অজ্ঞাত ৩-৪ জন ডাকাত তাদের গতিরোধ করে। ডাকাতরা প্রথমে ভ্যানচালক ফিরোজ মোল্লার চোখ গামছা দিয়ে বেঁধে তাকে ব্রিজের রেলিংয়ের সঙ্গে আটকে রাখে। এরপর উৎপলের কাছে থাকা মাছ কেনার টাকা ছিনিয়ে নেয় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা সড়কের পাশের মাঠে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সকাল ৯টার দিকে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে ভ্যানচালক ফিরোজ মোল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে সালথা থানার পরিদর্শক (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল বলেন, "ভোরে ফাঁকা মাঠে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে এবং মামলার প্রক্রিয়া চলছে।"