
বাংলাদেশ নাথ ফাউন্ডেশন কেন্দ্রীয় সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত
HindusNews ডেস্ক :
বাংলাদেশ নাথ ফাউন্ডেশন (বানাফ) কেন্দ্রীয় সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত ২২ নভেম্বর, শনিবার। চট্টগ্রামের কোতোয়ালীস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সভায় সংগঠনের বর্তমান অবস্থা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা হয়। শুরুতে শ্রীমদ্ভগবদ্গীতার শ্লোক পাঠ করেন মাষ্টার রাজীব নাথ, যা সভার পরিবেশে আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে।
সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক রাস মোহন নাথ এবং সঞ্চালনায় ছিলেন এডভোকেট মিন্টু কুমার নাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রাখাল চন্দ্র নাথ, আর বিশেষ অতিথি ছিলেন বিপ্লব নাথ ও ব্যাংকার সুমন রায় চৌধুরী। সভায় বক্তব্য দেন বিশিষ্ট সংগঠক পংকজ কান্তি নাথ, অনজন চৌধুরী, মাস্টার রাজীব নাথসহ আরও অনেকে। তাঁরা নাথ সম্প্রদায়ের শিক্ষা, সামাজিক উন্নয়ন, আধ্যাত্মিক জাগরণ এবং সংগঠনের কার্যক্রমকে মাঠপর্যায়ে আরও বিস্তৃত করার ওপর জোর দেন।
উপস্থিত সকলের মতামত ও আলোচনার ভিত্তিতে সভায় বাংলাদেশ নাথ ফাউন্ডেশন কেন্দ্রীয় সংসদের একটি ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক নির্বাচিত হন পংকজ কান্তি নাথ। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান অনজন চৌধুরী ও ডা. রাখাল চন্দ্র নাথ। সদস্য সচিব করা হয় এডভোকেট মিন্টু কুমার নাথকে, অর্থ সচিব হিসেবে দায়িত্ব পান মাষ্টার রাজীব নাথ এবং প্রদীপ নাথকে সাংগঠনিক সচিব ও সবুজ নাথকে শিক্ষা সচিব হিসেবে মনোনীত করা হয়। বাকি সদস্যদের অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়, যা ভবিষ্যতে সংগঠনকে আরও গতিশীল করবে বলে মত দেন উপস্থিতরা।
সভায় শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত পূজা মণ্ডপ পরিদর্শন ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হলে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন। এ ছাড়া স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সনাতনী শিক্ষার্থীদের আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে ‘বৈদিক জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতা’ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অংশগ্রহণমূলক এ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্ম বৈদিক শাস্ত্র ও সনাতন জ্ঞানধারাকে আরও গভীরভাবে জানতে পারবে বলে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সকলে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে এগিয়ে নিতে ঐক্য ও উৎসাহ নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। চলমান উদ্যোগগুলোকে আরও সুসংহত করে নাথ সম্প্রদায়ের কল্যাণে বাংলাদেশ নাথ ফাউন্ডেশন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, এই সভা সেই অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলেই মনে করেন সংশ্লিষ্টরা।