
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পীরগাছা বথুয়াবাড়ী মন্দিরে বিশেষ প্রার্থনা ও গীতা পাঠ
পবিত্র কুমার দাস, জেলা প্রতিনিধি, বগুড়া
বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের পীরগাছা বথুয়াবাড়ী মন্দিরে অনুষ্ঠিত হলো বিশেষ প্রার্থনা, গীতা পাঠ ও যজ্ঞ অনুষ্ঠান।
অনুষ্ঠানে গীতাপাঠ ও প্রার্থনা করেন মৃণাল কান্তি ভাদুরী। শুক্রবার বিকালে বগুড়া সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় এক শান্তিময় ও ধর্মীয় আবহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শিশির চাকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলা শাখার আহ্বায়ক এবং যুবদল বগুড়া সদর উপজেলা শাখার আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস। তিনি বলেন, যে কোনো মানুষের সুস্থতা কামনায় প্রার্থনা করা মানবিকতারই বহিঃপ্রকাশ, আর এই অনুষ্ঠান তারই প্রতিফলন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া সদর উপজেলা শাখার আহ্বায়ক বিপুল কর্মকার, আর সদস্য সচিব শ্রী অনিক কুমার দাসও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম, বগুড়া সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক শ্রী পরিতোষ চন্দ্র দাস, শ্রী আপন সরকার, শ্রী শান্ত কর্মকার, শ্রী পলাশ চন্দ্র দাস, শ্রী সমেন পাল ও শ্রী চন্দন মহন্ত। অনুষ্ঠানে আরও অংশ নেন সদস্য শ্রী পবিত্র কুমার দাস, শ্রী দেবু সূত্রধর, তপু কর্মকার, নকুল কর্মকার, তরুন দাস, অলোক কুমার—যিনি সাবগ্রাম ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক, লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলীউর রেজা, লাহিড়ীপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান বাঁধনসহ সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সকল সদস্যবৃন্দ।