ভিন্ন ধর্ম নিয়ে বিতর্ক পেছনে ফেলে হিন্দু রীতিতেই সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সারা খান

2 days ago
VIEWS: 970

HindusNews বিনোদন ডেস্ক :

বলিউড ও টেলিভিশন অঙ্গনে বহু দিন ধরেই আলোচনার কেন্দ্রে ছিলেন অভিনেত্রী সারা খান। বিশেষ করে ভিন্ন ধর্মে প্রেম ও বিয়েকে কেন্দ্র করে তাকে নিয়মিতই নানামুখী সমালোচনার মুখে পড়তে হয়েছে। গেল অক্টোবরে কৃষ পাঠকের সঙ্গে আইনি বিয়ের ছবি প্রকাশ্যে আনতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক বিতর্ক। তবে সেই সমালোচকদের কোনো গুরুত্ব না দিয়ে, সমস্ত কটূক্তিকে ছাপিয়ে এবার সম্পূর্ণ হিন্দু রীতিতেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সারা।

শুক্রবার, ৫ ডিসেম্বর মুম্বাইয়ে ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সারা খান ও কৃষ পাঠকের বিয়ের আনুষ্ঠানিকতা। কৃষ পাঠক হলেন ‘রামায়ণ’ খ্যাত অভিনেতা সুনীল লহরীর পুত্র—যার ফলে পর্দার লক্ষ্মণের পুত্রবধূ হিসেবে নতুন পরিচয় পেলেন সারা। হিন্দু শাস্ত্রমতে গায়ে হলুদ থেকে শুরু করে মালাবদল, সিঁদুর দান এবং সাত পাক ঘোরা—সবই সম্পন্ন হয় সৌন্দর্য ও শান্তিপূর্ণ পরিবেশে।

আয়োজনে উপস্থিত ছিলেন টেলিভিশন জগতের একাধিক তারকা—আওয়েজ দরবার, নগমা মিরাজকার, ফলক নাজ, রাজীব ঠাকুর ও দীপশিখা নাগপালের মতো পরিচিত মুখরা। নিজেদের নতুন জীবনের শুরুতে অতিথিদের জন্য রিসেপশনের ব্যবস্থাও করেন নবদম্পতি।

বিয়ের দিনে লাল লেহেঙ্গায় সেজে উঠেছিলেন সারা; সঙ্গে ছিল মানানসই সোনা ও কুন্দনের গয়না। মেহেন্দির নকশার ভেতর লুকানো স্বামী কৃষের নামও ধরা পড়ে ক্যামেরায়। এই খুশির মুহূর্তটিই আবার নতুন করে আলোচনার জন্ম দেয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ‘হ্যাপি ওয়েডিং লাইফ’ ক্যাপশনে ভেসে আসা শুভেচ্ছাবার্তার পাশাপাশি ফের উসকে ওঠে পুরনো বিতর্ক। মুসলিম পরিচয়ের সারা হিন্দু জীবনসঙ্গী বেছে নেওয়ায় সমালোচনার পুরনো ধারা আবারও সক্রিয় হয়ে ওঠে একটি মহলে।

কেউ কেউ আবার ‘বিগ বস’ সময়কার আলি মার্চেন্টকে বিয়ে ও বিচ্ছেদের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেন—‘আর কতবার দাম্পত্য জীবন শুরু করবে সারা?’ যদিও সমালোচনার জবাবে সারা বা কৃষ কেউই মুখ খোলেননি। বরং নিজেদের মতো করে নতুন জীবনের পথচলা শুরু করেছেন।

সব বিতর্ক ছাপিয়ে, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাকে সঙ্গী করে নতুন অধ্যায়ে পা রেখেছেন এই তারকাদম্পতি।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন