

রংপুরের তারাগঞ্জে নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা দম্পতির রক্তাক্ত মরদেহ উদ্ধার
প্রান্ত রায়, রংপুর প্রতিনিধি :
রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে এক মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) এবং তাঁর স্ত্রী সুবর্ণা রায় (৬০)।
প্রতিবেশীরা জানান, সকালে বাড়ির ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে মই বেয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন তারা। পরে প্রধান দরজার চাবি দিয়ে দরজা খোলার পর ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায় এবং রান্নাঘরে তাঁর স্ত্রীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এরপর সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়।
বাড়ির তত্ত্বাবধায়ক দীপক চন্দ্র রায় জানান, তাঁর পরিবার দীর্ঘ প্রায় ৪০–৫০ বছর ধরে ওই বাড়ির দেখভাল করে আসছে। প্রতিদিনের মতো সকালেও তিনি বাড়িতে কাজ করতে গিয়ে দেখেন সকাল ৭টার পরও কেউ ঘর থেকে বের হচ্ছেন না। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আশপাশের লোকজনকে ডাকেন। পরে মই বেয়ে ভেতরে ঢুকে ডাইনিং কক্ষে ও রান্নাঘরে মরদেহ দেখতে পান।
স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা জানান, যোগেশ চন্দ্র রায় পেশায় শিক্ষক ছিলেন এবং ২০১৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসর গ্রহণ করেন। তাঁর দুই ছেলে রয়েছেন—বড় ছেলে শোভেন চন্দ্র রায় জয়পুরহাটে থাকেন এবং ছোট ছেলে রাজেশ খান্না চন্দ্র রায় ঢাকায় পুলিশে কর্মরত। স্বামী-স্ত্রী দুজনই গ্রামেই বসবাস করতেন।
খবর ছড়িয়ে পড়ার পর সকাল ১০টার দিকে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন এবং মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন।