
জামায়াতে ইসলামী হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ ঘোষণা
গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী হিন্দু শাখার সভাপতি, সহ-সভাপতি, উপদেষ্টা ও সদস্যসহ মোট ৯ জন পদধারী দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাতে পিড়ারবাড়ি বাজারে এক জরুরি সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র ঘোষণা করেন।
পদত্যাগকারী নেতারা হলেন—
মনজ মল্লিক ওরফে ঝন্টু (সভাপতি),
বিমল বালা (সহ-সভাপতি),
নারায়ণ হালদার (উপদেষ্টা),
এবং সদস্য হিসেবে দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী ও শিশির মল্লিক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি মনজ মল্লিক ওরফে ঝন্টু। তিনি জানান, পারিবারিক ও সামাজিক বিবেচনায় তারা সম্মিলিতভাবে জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সকল পদ ও কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ঝন্টু বলেন, “আমরা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছি। তবে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক কারণে আজ থেকে আমাদের দায়িত্ব ও সম্পৃক্ততা থেকে অব্যাহতি নিলাম।”
এদিকে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ বলেন, “কিছুদিন আগে নতুন কমিটি হয়েছিল। তারা পদত্যাগ করেছেন কি না—এ বিষয়ে আমি অবগত নই।”
স্থানীয় এলাকায় এ ঘটনা নিয়ে আলোচনা ও নানা ব্যাখ্যা-বিশ্লেষণ চলছে। অনেকে এটি রাজনৈতিক পরিস্থিতির প্রভাব হিসেবে দেখছেন, আবার কেউ কেউ মনে করছেন ব্যক্তিগত ও সামাজিক চাপই ছিল মূল কারণ।
সংবাদ সম্মেলনের পর থেকেই বিষয়টি স্থানীয়ভাবে উভয়পক্ষের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে।