
রেনুকা বালার পাশে এগিয়ে এলো ‘কৃষ্ণ কণ্ঠ জাগ্রত সৎ সংঘ পরিবার
HindusNews ডেস্ক :
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌড়ি গ্রামে শতবর্ষী সনাতনী মা রেনুকা বালা দীর্ঘদিন ধরেই প্রতিবন্ধী ছেলেকে সঙ্গে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বয়সের ভারে ন্যুব্জ এই মায়ের আর চলার শক্তি নেই, দাঁড়ানোর শক্তি নেই—কিন্তু তার মমতার স্পর্শে সন্তানের প্রতি দায়িত্ববোধের জ্বালাটি নিভে যায়নি। নেই মাথা গোঁজার মতো নিরাপদ ঘর, নেই নিয়মিত খাবারের নিশ্চয়তা, তবুও এই মা তার সন্তানকে আগলে বেঁচে আছেন অসহায়ভাবে।
সম্প্রতি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে রেনুকা বালার করুণ বাস্তবতা প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে মানবসেবায় নিবেদিত সংগঠন ‘কৃষ্ণ কণ্ঠ জাগ্রত সৎ সংঘ পরিবার’-এর। সংবাদ প্রকাশের পরপরই সংগঠনের রাজশাহী বিভাগীয় টিম ছুটে আসে নওগাঁয়। শনিবার তারা রেনুকা দেবীর হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, পোশাক, শীতবস্ত্র এবং দৈনন্দিন ব্যবহারের বেশ কিছু সামগ্রী তুলে দেন। ছিল ২৫ কেজি চালের বস্তা, তেল-মসলাসহ রান্নার প্রয়োজনীয় উপকরণ, এক সপ্তাহের কাঁচাবাজার, বালতি, মগ, ডেস্কি, শীতের পোশাক, কম্বল, ছেলের জন্য লুঙ্গি, রেনুকা দেবীর জন্য শাড়ি এবং প্রয়োজনীয় ওষুধ—সব মিলিয়ে ছিল মানবিক ছোঁয়া।
সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের দপ্তর সম্পাদক শ্রী বিক্রম কুমার ও কার্যকরী সদস্য সুরঞ্জিত কুমার। তারা জানান, শুধুমাত্র একদিনের সাহায্য দিয়েই দায়িত্ব শেষ বলে মনে করে না কৃষ্ণ কণ্ঠ জাগ্রত সৎ সংঘ পরিবার। যদি রেনুকা বালার প্রতিবন্ধী ছেলে কোনো ছোট ব্যবসা শুরু করতে চান, তাহলে ভবিষ্যতে তাকে আরও সহযোগিতা করার বিষয়টি তারা বিবেচনা করবে। সংগঠনের প্রধান লক্ষ্য হলো—এই পরিবারটিকে একটি টেকসই অবস্থানে নিয়ে যাওয়া, যাতে মা-ছেলের অভাবকষ্ট কিছুটা হলেও লাঘব হয়।
সহায়তা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন রেনুকা বালা। সংগঠনের সদস্যদের মাথায় হাত রেখে তিনি আশীর্বাদ করেন। শতবর্ষী মায়ের কুণ্ঠিত কণ্ঠে বলা সেই আশীর্বাদের শব্দগুলো উপস্থিত সকলকে আন্দোলিত করে। মানবিক দৃশ্যটি প্রত্যক্ষ করে কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়—সমাজের সামর্থ্যবান মানুষরা যদি একটু এগিয়ে আসে, তবে রেনুকা বালার মতো আর কোনো মা অনাহারে বা ঘরহীন অবস্থায় দিন কাটাতে বাধ্য হবে না। একজন মা যেন ঠিকমতো খাবার পায়, মাথার ওপর একটি ছাউনি পায়—এটা কেবল কোনো সংগঠনের দায়িত্ব নয়, এটি পুরো সমাজের নৈতিক কর্তব্য।