
রাউজানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই তিন হিন্দু পরিবারের বসতঘর
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজান উপজেলায় ঘর মেরামতের মাত্র সাত দিন পর ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রাউজান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুরের রমজান আলী হাট সংলগ্ন নাথ পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গৌরহরি নাথের তিন ছেলে—পরিমল নাথ, সন্তোষ নাথ ও বিমল নাথ—একই আঙিনায় পাশাপাশি টিনশেড ও বাঁশের বেড়ার কাঁচা ঘরে বসবাস করতেন। বিকেলে আকস্মিক আগুনে তিনটি ঘরই মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে। আগুনের তীব্রতায় ঘরে থাকা আসবাবপত্র, পোশাক, গুরুত্বপূর্ণ কাগজপত্র, এমনকি স্বর্ণালঙ্কারও বের করে আনা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিমল নাথ রাউজান ফায়ার সার্ভিসে ফোন করেন। খবর পেয়ে সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত পরিমল নাথ বলেন, “মাত্র সাত দিন আগে ধার-কর্জ করে প্রায় ৭০–৮০ হাজার টাকা খরচ করে ঘরের বেড়া ও টিন পরিবর্তন করেছি। কাজের সূত্রে শহরে ছিলাম, সেখানে শুনি ঘরে আগুন লেগেছে। এসে দেখি কিছুই অবশিষ্ট নেই। সব পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের তিন পরিবারের প্রায় ৭–৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। শীতের সময় খোলা আকাশের নিচে থাকা ছাড়া এখন আমাদের উপায় নেই।”
রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার আব্দুল আল মামুন খান জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।