
খাজুরা মুক্ত দিবস আজ: ছয় বীরের আত্মদানে যে দিনে জেগে উঠেছিল স্বাধীনতার আলো
জীবন আচার্য্য (যশোর) :
যশোরের খাজুরা আজ স্মরণ করছে ৭ ডিসেম্বর ১৯৭১—রক্তস্নাত সেই দিন, যেদিন ছয় মিত্রবাহিনীর সাহসী যোদ্ধার প্রাণ উৎসর্গের বিনিময়ে মুক্ত হয়েছিল পুরো জনপদ।৬ ডিসেম্বর যশোর শহর মুক্ত হওয়ার পর মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর পরবর্তী লক্ষ্য দাঁড়ায় খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থিত রাজাকার ক্যাম্প। রাতভর উত্তেজনাপূর্ণ যুদ্ধ চলে; চারদিক প্রাচীরঘেরা শক্ত ঘাঁটি হওয়ায় আক্রমণ ছিল কঠিন।সকাল ৯টার দিকে রাজাকাররা ছলনার আশ্রয় নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান তুলে আত্মসমর্পণের ভান করে। বিভ্রান্ত হয়ে ভেতরে প্রবেশ করা মিত্রবাহিনীর সদস্যদের দিকে মুহূর্তেই শুরু হয় গুলিবর্ষণ। ঘটনাস্থলেই শহীদ হন ছয় বীর। লাল হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।সহযোদ্ধাদের মৃত্যুতে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা ট্যাংক ও মর্টারসহ চূড়ান্ত আক্রমণ চালিয়ে রাজাকার ও পাক বাহিনীকে ছত্রভঙ্গ করে দেয়। অবশেষে খাজুরার আকাশে ওড়ে স্বাধীনতার পতাকা, চারদিকে ছড়িয়ে পড়ে বিজয়ের উল্লাস।দিবসটি উপলক্ষে আজ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে শহিদ মুক্তি ও মিত্র বাহিনী স্মৃতি পরিষদ।