
অক্ষরধামে ভুয়ো পুরোহিতের প্রতারণায় ভক্তের সর্বনাশ! খোয়ালেন মোবাইল, স্মার্টওয়াচ ও নগদ টাকা
HindusNews ডেস্ক :
দিল্লির অক্ষরধাম মন্দিরে দর্শনে গিয়ে এক যুবক চক্রবিউহে পড়লেন এক ভুয়ো পুরোহিত ও তার সহযোগীর। প্রথমবার মন্দির ভ্রমণে গিয়ে তিনি হারালেন মোবাইল, স্মার্টওয়াচ, নগদ টাকা থেকে শুরু করে ব্যক্তিগত বেশ কয়েকটি মূল্যবান জিনিস। ঘটনাটি সামনে আসার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
প্রতারিত ওই যুবক তাঁর পুরো অভিজ্ঞতাটি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তুলে ধরেন। সেখানে তিনি জানান—
একাই বাসে অক্ষরধাম যাচ্ছিলেন তিনি। বাসে এক প্রৌঢ়ের সঙ্গে আলাপ হয়। খুব স্বাভাবিকভাবে কথাবার্তা শুরু করলেও পরে নিজেকে নিয়মিত অক্ষরধাম দর্শনার্থী বলে দাবি করেন সেই প্রৌঢ়। তিনি জানান, মন্দিরে তাঁর বহু পরিচিত পুরোহিত আছেন এবং অতিরিক্ত গাইডের প্রয়োজন নেই—তিনিই সব দেখিয়ে দেবেন।
যুবকটি জানান, ওই প্রৌঢ়ের কথাবার্তার ধরন দেখে সন্দেহ হয়নি। তাঁকে অনুসরণ করেই মন্দিরে পৌঁছন তিনি। মন্দিরে প্রবেশের আগে প্রৌঢ় তাঁকে বলেন—
লকার রুমে মূল্যবান সামগ্রী রাখা নিরাপদ নয়, চুরি হওয়ার আশঙ্কা থাকে।
পরিবর্তে তাঁর ‘চেনা পুরোহিত’-এর কাছে সামগ্রী জমা রাখার পরামর্শ দেন তিনি।
মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রৌঢ় ওই ‘পুরোহিত’কে ডাকেন এবং তিনিও নিজের ব্যাগ, মোবাইল জমা দেন তার হাতে। এতে যুবকের বিশ্বাস আরও বেড়ে যায়। তিনিও মোবাইল, স্মার্টওয়াচ, বেল্ট, টাকা—সব কিছু ওই ব্যক্তির কাছে রেখে মন্দিরে প্রবেশ করেন।
মন্দির ঘোরাঘুরির পুরো সময়টাতে প্রৌঢ়টি তার সঙ্গেই ছিলেন। প্রার্থনা, দর্শন—সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন। শেষে তিনি বলেন, “একটু প্রসাদ আনতে যাচ্ছি,” এবং অদৃশ্য হয়ে যান।
অনেকক্ষণ অপেক্ষার পর যুবকের সন্দেহ হয়। তিনি বাইরে এসে সেই ‘পুরোহিত’-এর খোঁজ করেন। কিন্তু—
কেউই ওই পুরোহিত বা প্রৌঢ়কে চিনতেন না।
চারদিকে খোঁজাখুঁজি করেও তাঁদের হদিস মেলেনি।
অবশেষে স্পষ্ট হয়—দু’জনেই প্রতারক। পরিকল্পনা করে তাকে ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া হয়েছে লক্ষাধিক টাকার জিনিসপত্র।
বর্তমানে যুবকটি দিল্লি পুলিশের সাইবার এবং স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন। মন্দির এলাকায়ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
অক্ষরধাম কর্তৃপক্ষ সকল দর্শনার্থীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে—
অচেনা ব্যক্তির কথায় মূল্যবান সামগ্রী কারও কাছে জমা না দিতে
শুধুমাত্র মন্দির কর্তৃপক্ষ অনুমোদিত লকার ব্যবহারের জন্য
কোনও সন্দেহজনক আচরণ চোখে পড়লে সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীদের জানাতে