
'মাইনরিটি ম্যারাথন–২০২৫ ': সংখ্যালঘু অধিকার আন্দোলনের দাবি তুলে ধরতে ৮ কি.মি. প্রতীকী দৌড় ১৯ ডিসেম্বর
ঢাকা প্রতিনিধি :
সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ের আন্দোলনে প্রস্তাবিত ৮ দফা দাবিকে কেন্দ্র করে আয়োজিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমী উদ্যোগ— “মাইনরিটি ম্যারাথন–২০২৫”। আয়োজকদের মতে, ৮ দফা দাবির প্রতীক হিসেবেই এই ম্যারাথনের দূরত্ব নির্ধারণ করা হয়েছে ৮ কিলোমিটার, যা তাদের সংগ্রাম, অঙ্গীকার ও ঐক্যের প্রতীকী প্রকাশ।
আগামী ১৯ ডিসেম্বর, শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটে রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান ফটক থেকে ম্যারাথনের যাত্রা শুরু হবে। এরপর নির্ধারিত রুট অতিক্রম করে দৌড় শেষ হবে বরদেশ্বরী কালী মন্দিরে। আয়োজকরা জানান, সংখ্যালঘু যুব–তরুণ–ছাত্র সমাজকে অধিকার আন্দোলনে আরও সক্রিয় ও সংগঠিত করার লক্ষ্যেই এই উদ্যোগ।
আয়োজকদের ভাষ্য, দেশে সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন, বৈষম্য ও ভূমি দখলসহ বিভিন্ন সমস্যার বিরুদ্ধে যে ৮ দফা দাবি দীর্ঘদিন ধরে উত্থাপিত হচ্ছে, সেই দাবিগুলোকেই নতুনভাবে এবং শক্তিশালী বার্তা হিসেবে তুলে ধরতেই এই ম্যারাথন আয়োজন করা হয়েছে। আন্দোলনের পাশাপাশি এধরনের কর্মসূচি শুধু দাবি তুলে ধরতেই নয়, বরং সম্প্রীতি, একতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেও ভূমিকা রাখবে বলে আয়োজকদের বিশ্বাস।
ম্যারাথনে অংশ নিতে ইচ্ছুকদের জন্য নিবন্ধন ফি রাখা হয়েছে ১০৮ টাকা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে— প্রত্যেক নিবন্ধনকারীর জন্য থাকবে বিশেষ ম্যারাথন টিশার্ট, পানীয় জল ও খাবারের ব্যবস্থা।
আয়োজকরা বলেন,
“আমাদের অধিকার আদায়ের আন্দোলনকে আরও শক্তিশালী করতে হলে সর্বত্র আমাদের দাবি পৌঁছে দিতে হবে। মাইনরিটি ম্যারাথন–২০২৫ সেই প্রচেষ্টারই অংশ।”
সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণমূলক যেকোনো ইতিবাচক উদ্যোগের মতোই এই ম্যারাথন ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে উৎসাহ ও আগ্রহের সৃষ্টি করেছে। আয়োজকরা আশা করছেন, শত শত তরুণ এতে অংশ নিয়ে সংখ্যালঘু অধিকার আন্দোলনের বার্তাকে আরও দৃঢ়ভাবে সামনে নিয়ে আসবে।