
শ্রীমঙ্গল এর প্রফেসর নৃপেন্দ্র লাল দাশ এর গোল্ড মেডেল পদক এর প্রাপ্তিতে সর্বর্ধনা অনুষ্ঠান।
শান্ত পাল, মৌলভীবাজার প্রতিনিধি।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গন্ধর্বপুর গ্রামের কৃতি সন্তান প্রফেসর নৃপেন্দ্র লাল দাস কে ড.মহানামব্রত ফাউন্ডেশন ফর পিস এন্ড সলিডারিটি বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক গোল্ড মেডেল ২০২৫ এর প্রাপ্তিতে শ্রীমঙ্গল জগন্নাথ জিউর আাখড়া তে গীতাপিঠ পারমার্থিক পরিবার ও ভাগবত সংঘ শ্রীমঙ্গল এর আয়োজনে সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ ৭ ডিসেম্বর ২০২৫ ইংরেজি রবিবার।
একসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরবাণীর বংশধর ও মৌলভীবাজার শ্রী শ্রী গোবিন্দ জিউ-র আখড়া এর সাধারণ সম্পাদক এডভোকেট নিত্যগোপাল গোস্বামী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ বন্ধুপ্রীতম ব্রহ্মচারি মহারাজ, অধ্যক্ষ জগত বন্ধু আশ্রম ও মিশন শ্রীমঙ্গল
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ডাঃসত্যকাম চক্রবর্তী সাবেক পরিচালক স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তর ঢাকা,নিবাস চন্দ্র পাল স্বত্বাধিকার দীপশিকা ইনস্টিটিউট শ্রীমঙ্গল, মনতোষ পাল ভানু, সুনীল বৈদ্য সূচি, পরিমল দাস।
সভাপতিত্ব করেন অজিত কুমার দাশ সভাপতি শ্রীমঙ্গল ভাগবত সংঘ।
বক্তারা বলেন,
নৃপেন্দ্র লাল দাশ উনার সম্পর্কে বললে শেষ হবে না, উনি সুধু শ্রীমঙ্গল এর গর্ভ নয় সারা বাংলাদেশ এর গর্ভ তিনি বিভিন্ন দেশ থেকেও বিভিন্ন পদক গ্রহন করেন। নৃপেন্দ্র লাল দাসের লেখা ১২৪ টি বই প্রকাশিত হয়েছে, আরও ৩ টি বই লেখা চলমান বলে জানিয়েছেন হিন্দু নিউজ কে। গুনিজনদের সম্মান প্রদর্শন করার জন্য শ্রীমঙ্গল গীতাপিঠ পারমার্থিক পরিবার ও ভাগবত সংঘ কে হিন্দু নিউজ এর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।