
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটে নতুন নেতৃত্ব: সভাপতি ইঞ্জিঃ মৃনাল কান্তি মধু, সাধারণ সম্পাদক সুজন গাইন
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিঃ মৃনাল কান্তি মধু এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সুজন গাইন। সোমবার রাত ৮টায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঢাকা মহানগর অফিস, পুরানা পল্টন প্রীতম জামান টাওয়ারের ১০ম তলায় মহাজোটের শীর্ষ নেতাদের স্বাক্ষরিত আনুষ্ঠানিক পত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট দীনবন্ধু রায়, নির্বাহী সভাপতি এডভোকেট প্রদীপ কুমার পাল এবং মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক স্বাক্ষরিত ওই অনুমোদনপত্রে উল্লেখ করা হয়—নতুন নেতৃত্বের মাধ্যমে হিন্দু যুব মহাজোটের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
গত ২৮ নভেম্বর ২০২৫ তারিখে পূর্ববর্তী সভাপতি গৌতম সরকার অপু পদত্যাগ করার পর সংগঠনে নেতৃত্ব শূন্যতা ও অস্থিরতা তৈরি হয়েছিল। এরপর গত শুক্রবার সন্ধ্যায় যুব মহাজোটের কেন্দ্রীয় কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি পলাশ সরকার, এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দেবনাথ।
সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে ইঞ্জিঃ মৃনাল কান্তি মধুকে সভাপতি এবং সুজন গাইনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নেন এবং সেই প্রস্তাব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির নিকট অনুমোদনের জন্য পাঠানো হয়। দীর্ঘ যাচাই–বাছাইয়ের পর সোমবার রাতে ওই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।
নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক শিগগিরই সংগঠনের সাংগঠনিক পরিকল্পনা, পুনর্গঠন এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে জনসম্মুখে বক্তব্য দেবেন বলে জানা গেছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট আশা করছে, নতুন নেতৃত্বের অধীনে সংগঠনটি আরও শক্তিশালী, সক্রিয় এবং সময়োপযোগী ভূমিকা পালন করবে।